চীন-পাক অর্থনৈতিক করিডোরের প্রথম সড়ক পরিকল্পনা চালু
  2016-04-29 13:21:28  cri
এপ্রিল ২৯ : চীন-পাক অর্থনৈতিক করিডোরের প্রথম গুরুত্বপূর্ণ সড়ক পরিকল্পনা কারাকোরাম হাইওয়েইয়ের (কেকেএইচ) দ্বিতীয় দফার উন্নয়ন কাজ গতকাল (বৃহস্পতিবার) পাকিস্তানের উত্তর-পশ্চিম অঞ্চলে খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের মানসিহরা এলাকায় চালু হয়েছে।

পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কাজ শুরু করায় কর্তৃপক্ষকে অভিনন্দন জানান তিনি।

পাকিস্তান সংসদের ভাইস স্পিকার মর্তুজা জাভেদ আব্বাসি, পাকিস্তানে চীনা অস্থায়ী রাষ্ট্রদূত চাও লি চিয়ান, চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন ও চায়না রোড অ্যান্ড ব্রীজ কো-অপরেশনের (সিআরবিসি) ভাইস জেনারেল ম্যানেজার লিউ চিং বোসহ ৩শর বেশি প্রতিনিধি ও অতিথি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জানা গেছে, কেকেএইচয়ের দ্বিতীয় পর্যায়ের কাজের চুক্তি গত বছর ডিসেম্বরে স্বাক্ষর হয়। পরিকল্পনা মোট ১৩.১৫ বিলিয়ন মার্কিন ডলার। সিআরবিসি আগামী ৪২ মাসে এ পরিকল্পনা সম্পন্ন করবে। (ছাই/মান্না)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040