সংক্ষিপ্ত বিশ্বসংবাদ-০৪২৯
  2016-04-29 10:53:49  cri
উত্তর কোরিয়াকে উস্কানিমূলক আচরণ বন্ধ করতে জাতিসংঘের তাগিদ

এপ্রিল ২৯: জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক গতকাল (বৃহস্পতিবার) জানিয়েছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উত্ক্ষেপণ বিপজ্জনক। জাতিসংঘ উত্তর কোরিয়াকে উস্কানিমূলক আচরণ বন্ধ করে সার্বিকভাবে এর আন্তর্জাতিক দায়িত্ব পালন করার তাগিদ দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

একই দিন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ীভাবে সময়সূচি পরিবর্তন করে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উত্ক্ষেপণ করার ব্যাপার নিয়ে রুদ্ধদ্বার বৈঠকের আয়োজন করা হয়।

উল্লেখ্য, গতকাল (বৃহস্পতিবার) বিকেলে উত্তর কোরিয়া আবারো এক ব্যালেস্টিক মিসাইল উত্ক্ষেপণ করে। তবে তা ব্যর্থ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইউরোপে চরমপন্থি জাতীয়তাবাদ দেখা দিচ্ছে:ইউরোপীয় কাউন্সিলের হুঁশিয়ারি

এপ্রিল ২৯: ইউরোপে চরমপন্থি জাতীয়তাবাদ দেখা দিচ্ছে বলে হুঁশিয়ারি করেছেন ইউরোপীয় কাউন্সিলের মহাসচিব থোর্বজোর্ন জাগল্যান্ড। তিনি আগামী ১৮ মে ইউরোপীয় কাউন্সিলে উপস্থাপন করতে যাওয়া এক রিপোর্টে একথা বলেন।

রিপোর্টে আরো বলা হয়, ইউরোপ নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। যেমন, সন্ত্রাসী হুমকি, শরণার্থী সংকট ও আঞ্চলিক সংঘর্ষ প্রভৃতি। এসব চরমপন্থি জাতীয়তাবাদের দেখা দেওয়ায় এসব পরিবেশ সৃষ্টি হচ্ছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়।

সন্ত্রাসী হামলা মোকাবিলায় তিউনিসে নিরাপত্তাব্যবস্থা জোরদার

এপ্রিল ২৯: সম্ভাব্য সন্ত্রাসী হামলা মোকাবিলায় নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা জোরদার করছে তিউনিস সরকারের নিরাপত্তা বিভাগ।

সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হেদি মাজদৌব গতকাল (বৃহস্পতিবার) একথা জানিয়েছেন।

গোয়েন্দা তথ্য বিভাগের সূত্র থেকে জানা গেছ, আইএসের সঙ্গে জড়িত বেশ কয়েকটি সংগঠন নিরাপত্তা কর্মী বা তিউনিসকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা সৃষ্টি করছে।(লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040