দক্ষিণ চীন সাগর বিষয়ে একমতে পৌঁছেছে চীন ও পাকিস্তান
  2016-04-29 10:49:15  cri
এপ্রিল ২৯: দক্ষিণ চীন সাগর সমস্যা সমাধানে ঐকমত্য পৌঁছেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও পাকিস্তান প্রধানমন্ত্রীর কূটনৈতিক উপদষ্টা শারতাজ আজিজ। গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে আয়োজিত 'কনফারেন্স অন ইনটারকশন এন্ড কনফিডেন্স-বিল্ডিং মেজর ইন এশিয়া' শীর্ষক পঞ্চম পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনের অবকাশে এক বৈঠকে তারা একমত হন।

বৈঠকে দু'নেতা মনে করেন, এ ইস্যুর সঙ্গে জড়িত সংশ্লিষ্ট দেশের উচিত দ্বিপক্ষীয় চুক্তি ও দক্ষিণ চীন ঘোষণা অনুসারে শান্তি আলোচনার মাধ্যমে দক্ষিণ চীন সাগর সমস্যাবিষয়ক বিতর্কের সমাধান করা। অন্যান্য দেশের উচিত চীন ও আসিয়ানভুক্ত দেশগুলোর দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার প্রচেষ্টাকে যথেষ্ট সম্মান দেওয়া এবং দক্ষিণ চীন সাগর সমস্যা সমাধানে গঠনমূলক কাজ করা।

এছাড়াও জাতিসংঘ সমুদ্র সংক্রান্ত কনভেনশনের ২৯৮ নম্বর সিদ্ধান্ত অনুসারে চীন বিবৃতি প্রকাশ করায় পাকিস্তান সম্মান প্রদর্শন করেছে। (তুহিনা/মান্না)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040