বাংলাদেশে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, শেখ হাসিনার উদ্বোধন
  2016-04-28 19:31:25  cri
দেশের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের আইনি সহায়তা দিতে বৃহস্পতিবার পালিত হয় জাতীয় আইনগত সহায়তা দিবস।

রাজধানীতে দিবসটি উপলক্ষে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিনা অপরাধে কেউ যেন সাজা ভোগ না করে সে জন্য আইনি সহায়তা দিতে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন তিনি। আইনের শাসন প্রতিষ্ঠায় পুরনো আইনে যুগোপযোগী করা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারে উদ্যোগের কথা তুলে ধরেন শেখ হাসিনা।

এর আগে জনগণকে আইন সংক্রান্ত তথ্য ও সহায়তা দিতে জাতীয় হেল্পলাইনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ১৬৪৩০ নম্বরে ডায়াল করে বিনামূল্যে যে কেউ পেতে পারেন সরকারি এ আইনি সহায়তা।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040