রকেটের মাধ্যমে তিনটি উপগ্রহ উত্ক্ষেপণ করেছে রাশিয়া
  2016-04-28 18:24:00  cri
এপ্রিল ২৮: রাশিয়া দেশটির আমুর অঞ্চলের ভোসটোচনি থেকে একটি রকেটের মাধ্যমে সাফল্যের সঙ্গে তিনটি উপগ্রহ উত্ক্ষেপণ করেছে বলে জানিয়েছে রুশ মহাকাশযান সংস্থা।

স্থানীয় সময় আজ (বৃহস্পতিবার) ভোর ৫টা ১ মিনিটে দ্য সোয়ুজ-২.১এ রকেটের মাধ্যমে আইস্ট-২ডি, লোমোনোসোভ ও সামসাত-২১৮ তিনটি উপগ্রহ উত্ক্ষেপণ করা হয়।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপগ্রহ উত্ক্ষেপণ প্রক্রিয়া দেখেন এবং ভোসটোচনি রকেটবিষয়ক কেন্দ্রের প্রযুক্তি কর্মীদের অভিনন্দন জানান। (সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040