সেল ফোনে জরুরী বোতামের মাধ্যমে ধর্ষণ প্রতিরোধ করতে চায় ভারত
  2016-04-28 13:42:07  cri
এপ্রিল ২৮ : সেল ফোনে জরুরী বোতামের মাধ্যমে ধর্ষণ প্রতিরোধ করতে চায় ভারত। এ জন্য আগামী বছর থেকে দেশটিতে বিক্রি হওয়া সব ধরনের মোবাইল ফোনে জরুরী বোতাম সেট করার নির্দেশ দিয়েছে টেলিযোগাযোগ ও তথ্য শিল্প মন্ত্রণালয়।

দেশটির টেলিযোগাযোগ ও তথ্য শিল্প মন্ত্রণালয় গত মঙ্গলবার এ নির্দেশ দেয়। তারা বলছে, ফোনে এই বোতামা থাকলে কোনো নারীকে অপরাধমূলক কাজে জড়ানো হলে জরুরী সাহায্য পাওয়া যাবে।

নির্দেশ অনুযায়ী, মোবাইল ফোনের ৫ ও ৯ নম্বর হবে জরুরী বোতাম। স্মার্ট ফোনে টানা তিনবারের মত পাওয়ার বোতামে চাপ দিলে জরুরী সাহায্যের জন্য কল চালু হবে। এ ছাড়াও ২০১৮ সাল থেকে সব মোবাইল ফোনে জিপিএস চালু হবে। (ছাই/মান্না)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040