রাণী এলিজাবেথের ৯০তম জন্মদিন
  2016-04-26 15:22:23  cri
বন্ধুরা, গত কয়েকটি সপ্তাহে আমরা মহান নাট্যকার, সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ারকে নিয়ে বিশেষ অনুষ্ঠান তৈরি করেছি। আসলে বাংলাদেশ ও ভারতেও অনেক বিখ্যাত সাহিত্যিক, নাট্যকার আছেন।

আমার বিশ্বাস, শ্রোতাবন্ধুরা নাটক খুবই পছন্দ করেন। সেজন্য শ্রোতাবন্ধুদের আমন্ত্রণ জানাতে চাই যে, যদি আপনারা আপনাদের পছন্দের কোনো নাটকে অভিনয় করে প্রচার করতে চান, তাহলে আমাকে ইমেইলের মাধ্যমে জানাবেন। আপনাদের ফোন করে আপনাদের অভিনয় রেকর্ডিং করবো। আর এভাবে আপনাদের অভিনয় আমাদের অন্য শ্রোতাবন্ধুরা শুনতে পারবেন, উপভোগ করতে পারবেন।

তাই আপনারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের অভিনয় প্রচার করুন, প্রকাশ করুন নিজের প্রতিভা, নিজের ইচ্ছা। জীবনের এসব বিষয় বন্ধুদের সঙ্গে শেয়ার করা নিশ্চয়ই সবচেয়ে সুন্দর অনুভূতি--- তাইনা?

আচ্ছা বন্ধুরা, আপনার নিশ্চয়ই ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের নাম শুনেছেন, তাইনা? আজ আমরা রাণী এলিজাবেথের ৯০তম জন্মদিন সম্পর্কে একটি প্রতিবেদন শুনবো।

২১ এপ্রিল ছিলো ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের ৯০তম জন্মদিন। সারা ব্রিটেন রাণীর জন্মদিন উদযাপন করেছে। এই রাণীর জীবনে অনেক রেকর্ড আছে। তিনি সবচেয়ে বেশি দেশ সফর করা একমাত্র রাণী।

২১ এপ্রিল রাজধানী লন্ডনসহ ব্রিটেনের বিভিন্ন এলাকায় তোপধ্বনির মাধ্যমে রাণীর জন্মদিন উদযাপন করা হয়। রাণীর বাসভবনে অনেক ব্রিটিশ নাগরিক ও বিদেশিরা রাণীকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং তার সঙ্গে জন্মদিনের আনন্দ উপভোগ করেন।

৯০ বছর বয়স্ক রাণী দ্বিতীয় এলিজাবেথ এদিন হাল্কা রঙের একটি সুন্দর পোশাক পরেন। তিনি তার ৯৫ বছর বয়স্ক স্বামী ফিলিপের সঙ্গে গাড়িতে করে বাসভবনের প্রধান পথে সমবেত নাগরিকদের শুভেচ্ছা জানান।

ব্রিটেনে নাগরিকরা রাণীকে অনেক ভালবাসেন। রাণীর ব্যক্তিগত সচিব এডওয়ার্ড ইয়োং বলেন,

"রাণীর অনেক কাজ। তিনি হলেন ব্রিটেনের স্থল, নৌ ও বিমান বাহিনী সর্বাধিনায়ক, তিনি হলেন ব্রিটিশ কমনওয়েলথের রাষ্ট্রপ্রধান। ব্রিটেনসহ অন্য ১৬টি কমনওয়েলথভুক্ত দেশের রাণী তিনি। এত বেশী দায়িত্ব পালন করা খুবই কঠিন।"

তিনি আরো বলেন, প্রতিদিন রাণী প্রায় ৩ ঘণ্টা কাজ করেন। বিভিন্ন বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাগজপত্র পড়েন। প্রতি সপ্তাহে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন। প্রতি বছর অবশ্যই বিভিন্ন সফররত গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে সাক্ষাত করেন।

রাণী এলিজাবেথের রাজত্বকালে উইনস্টন চার্চিল, মার্গারেট থেচারসহ ১২জন ব্রিটিশ প্রধানমন্ত্রী হয়েছেন। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী জন মেজর বলেছেন, রাণী দ্বিতীয় এলিজাবেথ রাজনীতির অংশ নয়, তিনি রাজনীতির চেয়ে আরো গুরুত্বপূর্ণ।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরোন সেদিন এক ভাষণে বলেন,

"রাণী দ্বিতীয় এলিজাবেথের আগে অন্য কেউ জনগণকে এত লম্বা সময় সেবা দেননি।"

রাণীর জন্মদিন উপলক্ষ্যে ব্রিটিশ রয়াল মিন্ট অফিসিয়াল সীমিত সংখ্যক স্মারক মুদ্রা তৈরি করে। ‌এ ছাড়া, ব্রিটিশ রয়াল ডাকও রাণীর জন্মদিন উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট প্রকাশ করে।

আসলে প্রতি বছর রাণী দুই বার জন্মদিন উদযাপন করেন। কারণ এপ্রিল মাসে ব্রিটেনে ঠাণ্ডা থাকে। সেজন্য জুন মাসের একটি সাপ্তাহিক ছুটিতে আবার জন্মদিন উদযাপন করবেন তিনি।

প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো? আপনারা যদি 'সাহিত্য ও সংস্কৃতি' বিষয়ক কোনো কিছু জানতে বা আলোচনা করতে চান, তাহলে আমাকে চিঠি লিখবেন বা ই-মেইল করবেন। আপনাদের কাছ থেকে চমৎকার পরামর্শ আশা করছি। আর আপনাদেরকে জানিয়ে রাখি, আমার ইমেইল ঠিকানা হলো, hawaiicoffee@163.com।

চিঠিতে প্রথমে লিখবেন, 'সাহিত্য ও সংস্কৃতি' অনুষ্ঠানের 'প্রস্তাব বা মতামত'। আপনাদের চিঠির অপেক্ষায় রইলাম।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। অনুষ্ঠান শোনার জন্য অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে একই দিন, একই সময় আপনাদের সঙ্গে আবারো কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়ান। (জিনিয়া/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040