20160425huati.mp3
|
২৪ এপ্রিল পালিত হলো চীনের মহাকাশ দিবস। এই প্রথম এ ধরনের দিবস পালিত হলো চীনে। দিবসের প্রতিবাদ্য ছিল 'মহাকাশ স্বপ্ন, চীনের স্বপ্ন'। প্রশ্ন হতে পারে: কেন ২৪ এপ্রিলকে 'মহাকাশ দিবস' হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার? কারণ, ১৯৭০ সালের ২৪ এপ্রিল রাত ৯টা ৩৫ মিনিটে চীনের প্রথম কৃত্রিম উপগ্রহ 'তোং ফাং হোং-১' সাফল্যের সঙ্গে মহাকাশে নিক্ষেপ করা হয়েছিল। সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জাপানের পর চীন বিশ্বের পঞ্চম দেশ হিসেবে নিজস্ব প্রযুক্তিতে তৈরি রকেট ব্যবহার করে মহাশূন্যে কৃত্রিম উপগ্রহ পাঠায়। 'আজকের টপিক' আসরে আমরা আলোচনা করেছি চীনের মহাকাশ অভিযান নিয়ে। শুনুন অনুষ্ঠানটি।
চীনের প্রথম মহাকাশচারী ইয়াং লি ওয়েই