হ্যালো চায়না: ১৬. নৃত্য
  2016-04-22 16:34:45  cri

চীনের নৃত্যকলার দু'টি উত্স রয়েছে। একটি শ্রম, আরেকটি হলো জীবন। নাচ হলো পরিশ্রমসাধ্য একটি কাজ, যা হাত, পা নাড়ানোর মতো পরিশ্রমের কাজ। মানব সমাজের উন্নতির সঙ্গে সঙ্গে খেলাধুলা, সামাজিক আচার আচরণ, প্রথা, জীবনাচার ইত্যাদিও নৃত্যকলার ওপর প্রভাব বিস্তার করেছে।

নাচ ও গান চীনের প্রাচীন ঐতিহ্য। যেমন, উত্তর চীনের ইয়াংগি নাচ, দক্ষিণ চীনের লন্ঠন নাচ ইত্যাদি। নাচের সঙ্গে সঙ্গে পাখা, নকশা করা রেশমি কাপড়, ছাতা, ড্রামসহ বিভিন্ন জিনিসের ব্যবহার লক্ষ করা যায়।

ড্রাগন ও সিংহ নাচ, ইয়াংগি নাচ ও বিভিন্ন ধরনের ড্রাম বা ঢোলসহ নাচ খুবই চিত্তাকর্ষক। এসব অত্যন্ত আনন্দদায়ক। এ ধরনের নাচগুলো চীনের ঐতিহ্যবাহী লোকনৃত্য। সংখ্যালঘু জাতির নাচ যেমন তিব্বতি নাচ, মঙ্গোলিয়ান নাচ, সিন চিয়াং নাচ ও দাই নাচ অনেক বৈশিষ্ট্যময়।

'সি লু হুয়া ইয়ু' হলো চীনের বিংশ শতকের ক্লাসিকাল নাচ। 'সি লু হুয়া ইয়ু' নাচে চীনের থাং রাজবংশের রেশম পথের গল্প চিত্রিত করা হয়েছে। এতে তুনহুয়াং প্রাচীরচিত্রের ঘটনাবলীর সঙ্গে মিল পাওয়া যায়। তুনহুয়াংয়ের প্রাচীর চিত্রাঙ্কনে শৈল্পিক উপাদানের মিল পাওয়া গেছে, যা থাং রাজবংশের সমৃদ্ধ অর্থনীতি ও বৈদেশিক সাংস্কৃতিক বিনিময়ের অবস্থা তুলে ধরেছে। 'সি লু হুয়া ইয়ু'তে চীনের বিভিন্ন লোকনৃত্য উঠে এসেছে। যা উত্তর কোরিয়া, জাপান, ইতালি, থাইল্যান্ড, ফ্রান্স ও চীনের হং কংসহ ২০টিরও বেশি দেশ ও অঞ্চলে দেখানো হয়। এরকম মোট ৯৪০টি পরিবেশনা রয়েছে। বিশ্বের বৃহত্তম থিয়েটার মিলানেও তা পরিবেশন করা হয়।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040