20160420yinyue.mp3
|
লিন সি হংকংয়ের একজন বিখ্যাত গানের লেখক। এ পর্যন্ত তিনি তিন হাজারেরও বেশি গান লিখেছেন। কাজের স্বীকৃতি হিসেবে কয়েক শ পুরস্কার পেয়েছেন। আজকের অনুষ্ঠানে আপনাদের লিন সি'র জীবন ও কর্মের সাথে পরিচয় করিয়ে দেবো এবং তার লেখা কয়েকটি গান শোনাবো।
লিন সি
বন্ধুরা, লিন সি ১৯৬১ সালের ৭ ডিসেম্বর হংকংয়ে জন্মগ্রহণ করেন। তার আসল নাম লিয়াং ওয়েই ওয়েন। তিনি হংকং বিশ্ববিদ্যালয়ের সাহিত্য কলেজের চীনা ভাষা বিভাগ থেকে স্নাতক পাশ করেন। ১৯৮৫ সালে তার লেখা 'অতীত' নামে একটি গান প্রকাশিত হয়। ১৯৮৭ সালে তার লেখা 'আর বেশি দরকার নেই' নামের গানটি ১৯৮৮ সালে হংকং রেডিওতে ১১তম 'সেরা দশটি চীনা গান' হিসেবে নির্বাচিত হয়। এরপর তার লেখা অনেক গান নানা পুরস্কার পেয়েছে। অনেক বিখ্যাত শিল্পীর জন্য জনপ্রিয় গান লিখে চীনা সংগীত জগতে বিশেষ মর্যাদা পেয়েছেন তিনি।
বন্ধুরা, প্রথমে শুনুন লিন সির লেখা 'এ জীবন' নামে একটি গান। গেয়েছেন চুং সিন থোং এবং ফাং লি শেন। এ গানে বলা হয়েছে, 'এক জীবনে শুধু একজনকেই ভালোবাসা আমার স্বপ্ন। আমার এ জীবনে শুধু তোমাকে চাই। আমাদের সত্যিকার ভালোবাসা থাকলে নানা কারণে বার বার বিচ্ছিন্ন হওয়ার দরকার নেই।'
লিন সি হংকংয়ের বিখ্যাত সুরকার ও গান লেখক কমিটির সদস্য। অনেক আগে থেকে আমি তার নাম জানি। কিন্তু আজ তার পরিচয় দেওয়ার জন্য ওয়েবসাইট থেকে তার নানা তথ্য সংগ্রহ করার সময় আমি লক্ষ্য করেছি, গত শতাব্দীর ৮০'র দশক থেকে এ পর্যন্ত তিনি এতো বেশি জনপ্রিয় গান লিখেছেন যে অবাক হতে হয়। আমি ভীষণ অবাক হয়েছি। কারণ আমিও জানতাম না, আমার প্রিয় অনেক গানের লেখক তিনি। আসলে অনেক আগেই তার পরিচয় দেয়া উচিত ছিলো।
প্রিয় বন্ধুরা, এখন শুনুন চাং কুও রোং-এর গাওয়া 'আমি' নামে একটি গান। এ গানটি লিন সি'র প্রতিনিধিত্বশীল একটি অসাধারণ কাজ। এ গানের মূল কথা হলো, 'আমি ভিন্ন রঙের আতশবাজি। আমার কারো সাথে মিল নেই। আমি শুধু আমিই।'
গান লেখা লিন সি'র কাছে মনে হয় খুব সহজ ব্যাপার। তার গান বাজারে আসলেই প্রশংসা পায়। অনেক কণ্ঠশিল্পী নানা রকম পুরস্কার পাওয়ার পর বিশেষ করে লিন সিকে কৃতজ্ঞতা জানিয়েছেন। লিন সি পুরুষ হলেও তার মন নারীর মনের চেয়েও সূক্ষ্ম ও নরম। তিনি গানের মধ্য দিয়ে আমাদের স্বপ্ন, একাকীত্ববোধ, বেদনা ও উপলব্ধির কথা বলেন। তার লেখা প্রেমের গানগুলো, বিশেষ করে হারানো প্রেম বিষয়ক গানগুলো শুনলে মনের ব্যথা প্রশমিত হয়।
শ্রোতা, ১৯৮৫ সালে লিন সি হংকং রেডিও আয়োজিত একটি গানের প্রতিযোগিতায় অংশ নেন। সেই প্রতিযোগিতায় তার লেখা 'অতীত' নামে একটি গান চ্যাম্পিয়ন হয়। এটি তার প্রথম প্রকাশিত গান। গেয়েছেন চোং চেন থাও।
লিন সি হংকংয়ের অনেক বিখ্যাত শিল্পীদের সহযোগিতা করেছেন। এমন কী তার লেখা গান গেয়ে অনেক নতুন শিল্পী ব্যাপক সুনাম অর্জন করেছেন। গায়িকা ওয়াং ফেই তাদের মধ্যে একজন। লিন সি এবং ওয়াং ফেইয়ের বন্ধুত্ব অসাধারণ, অকৃত্রিম। ওয়াং ফেইয়ের অনেক পোস্টকার্ডে লিন সি তার নাম স্বাক্ষর করেছেন। কারণ তার একধরনের বিশেষ যোগ্যতা আছে। তিনি ওয়াং ফেইয়ের 'প্রথম কলম'এর মতো। তিনি ওয়াং ফেইয়ের জন্য অনেক গান লিখেছেন। ওয়াং ফেই বিখ্যাত কণ্ঠশিল্পী হওয়ার পথে লিন সি'র অবদান অপরিসীম। বিশেষ করে ওয়াং ফেই মা হওয়ার পর তার প্রধান গানগুলো প্রায় সবই লিন সি'র লেখা। লিন সি বলেন, ওয়াং ফেই আমার আত্নার আত্নিয়, পরম বন্ধু।
বন্ধুরা, এখন শুনুন ওয়েং ফেইয়ের গাওয়া 'প্রতিশ্রুতি' নামের গানটি। এ গানে বলা হয়েছে, 'আমি এ পৃথিবীকে ভুলে গেলে, এমন কি আমার নিজেকে ভুলে গেলেও আমাদের প্রতিশ্রুতির কথা ভুলে যাবো না।'
লেখক লিন সি আরেকজন গুরুত্বপূর্ণ গায়িকা ইয়াং ছিয়ান হুয়াকে বিশেষভাবে সহযোগিতা করছেন। লিন সি বলেছিলেন, 'ইয়াং ছিয়ান হুয়া যেন আমার শরীরের মাংস।' তিনি ইয়াং চিয়ান হুয়ার জন্য 'বোন', 'কুমারীর প্রার্থনা' সহ বেশি কিছু গান লিখেছেন। ইয়াং ছিয়ান হুয়ার কণ্ঠ একটু শক্ত। এ গানগুলোর মধ্য দিয়ে প্রেমের পথে দুর্ভাগা এক নারীর ভাবমূর্তি ফুটে উঠেছে।
একটি গল্প আছে। একবার এক ঝড়ের রাতে লিন সি ঘুমাতে পারছিলেন না। অনেক রাত হলেও তার ঘুম আসছিলো না। তখন তিনি একজন অন্তরঙ্গ বন্ধুকে ফোন করলেন। তিনি মনের বেদনা বন্ধুকে বলতে চেয়েছেন। কিন্তু সে বন্ধুর তখন খুব ঘুম লাগছে। ফলে তাকে বলেছেন, 'তোমার ঘুম না এলে বসে বসে গান লিখতে থাকো।' বন্ধুর কথা মত তিনি 'যদি আমাকে বলতে দাও' নামের গানটি লেখেন। এ গানটি গেয়েছেন ইয়াং ছিয়ান হুয়া। এ গানে লেখা হয়েছে, 'ঝড়বৃষ্টির রাতে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। আমি কাঁদতে চাই। তুমি কী না ঘুমিয়ে আমার সঙ্গি হয়ে আমার কথা শুনবে? যদি আমাকে বলতে দাও, আমরা পরস্পরকে ভালোবাসতে পারবো?'
সুপ্রিয় শ্রোতা, ১৯৯১ সালে লিন সি 'পুরোনো বন্ধু এসেছে' নামে একটি গান লেখেন। এ গানের সুর করেছেন লো দা ইয়ু। গেয়েছেন মেই ইয়াং ফাং। গানটি সে বছর হংকং ও তাইওয়ানের শ্রেষ্ঠ চীনা জনপ্রিয় গানের পুরস্কার পেয়েছে। এ গানের কথা অতীত দিনের কবিতার মতো। লিন সি বলেন, 'এ গানের সুর পপ সংগীতের মতো নয়। এমন সুর হংকংয়ে খুব কম শোনা যায়। ফলে এ গানের কথায় আমি পুরোনোকালের ভাব ব্যবহার করেছি। আমার খুব ভালো লাগে'।
এ গানে বলা হয়েছে, 'আমরা সবাই পথচারী। আমরা সবই স্বপ্ন দেখেছি। আমরা দম্পতি হওয়ার কথা ভাবি। কিন্তু স্বপ্নের মধ্যে তা বুঝতে পারিনি।'
১৯৯৫ সালে তিনি গায়ক হুয়াং ইয়াও মিংকে গান লিখতে সহযোগিতা শুরু করেন। যখন হুয়াং ইয়াও মিং কোনো সুন্দর গানের নাম মনে পরতো তখন তিনি সঙ্গে সঙ্গে লিন সিকে জানাতেন। তারপর লিন সি কয়েকটি গানের নামের মধ্য থেকে একটা বাছাই করে গান লিখতেন। তারা ইতালির একটি সিনেমা দেখে অনুপ্রেরণা পেয়ে 'একসাথে থাকার আনন্দ' নামে একটি গান লেখেন। এ গানে তারা বলতে চেয়েছেন, ঐতিহাসিক ধারণা অনুসারে, প্রথমে প্রেম হয়, তারপর শারীরিক সম্পর্ক হতে পারে। কিন্তু বাস্তব অবস্থায় তা নাও হতে পারে। দু'জনের শারীরিক সম্পর্ক শুরু হওয়ার পর ক্রমশ মনে আবেগ জেগে উঠে পরস্পরকে ভালোবাসতেও পারে। এ গান প্রচারের পর চলচ্চিত্র পরিচালক ওয়াং চিয়া ওয়েই একই নামে একটি সিনেমা তৈরি করেন। শুনুন এ গানটি। গেয়েছেন হুয়াং ইয়াও মিং।
বন্ধুরা, ২০১০ সালের ২৬ জুন ২১তম তাইওয়ান স্বর্ণ গান অ্যাওয়ার্ডস বিতরণ অনুষ্ঠান তাইপেতে অনুষ্ঠিত হয়। লিন সি 'দরজা খুলে পাহাড় দেখা' নামের গানটির জন্য শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার পেয়েছেন। গানটি রক সংগীতের মতো শক্তিশালী। এ গানে বলা হয়েছে, 'দরজা খুলে আমি পাহাড় দেখেছি। পাহাড় তো পাহাড়। জীবন সহজ হতে চাইলে সোজা কথা বলবে। নিজে ঝমেলা সৃষ্টি করো না। বাতি জ্বালালে আলো আসে, বন্ধ করলে অন্ধকার হয়। ব্যথা পেলে ব্যথা বলো। বিচ্ছিন্ন হতে চাইলে বিদায় বলে দাও বিদায়।' বন্ধুরা, এখন শুনুন থান ওয়েই ওয়েইর গাওয়া এ গানটি।
গান লেখার পাশাপাশি তিনি 'আসলে তুমিও আনন্দ নাও', 'অতীতকাল' এবং 'আমার প্রিয় হংকং' নামে কয়েকটি বই প্রকাশ করেছেন। তিনি অনেক সিনেমা ও টিভি নাটকের জন্য গান লিখেছেন। তার গানের কথা এবং সুর সাহিত্যের সঙ্গে ভালোভাবে মিশে গেছে। পড়তে কবিতার মতো, চিন্তা করলে গানগুলোর মধ্যে অনেক ধরনের অর্থ খুঁজে পাওয়া যায়। তার গান শুনে সীমাহীন কল্পনার অবকাশ রয়েছে।
অনুষ্ঠানের শেষে শুনুন 'ভালোবাসা মাত্র একটি শব্দ' নামের রোমান্টিক গানটি। গেয়েছেন চাং সিন চেন। এ গান হলো কার্টুন ছবি 'পদ্ম লণ্ঠনের সমাপ্তি'র একটি গান।
বন্ধুরা, আজকের সুর ও বাণী আসরে হংকংয়ের বিখ্যাত গান লেখক লিন সির লেখা কয়েকটি গান আপনাদের শুনিয়েছি। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছেন।
সুর ও বাণী আসর আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন সবাই। আবার কথা হবে। (ইয়ু/মান্না)