উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত সাহিত্যকর্মের কিছু নীতিবাক্য
  2016-04-20 13:05:18  cri
বন্ধুরা, আজকের অনুষ্ঠানেও উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত সাহিত্যকর্মের কিছু নীতিবাক্য আপনাদের সঙ্গে শেয়ার করবো।

প্রথমেই ভালবাসা সম্পর্কিত কিছু নীতিবাক্য। আশা করি বন্ধুরা পছন্দ করবেন।

০১, ভালবাসা হলো একটি মিষ্টি দুঃখ। আন্তরিক ভালবাসার পথে সবসময় প্রতিবন্ধকতা থাকে।

০২.আজ তোমার জন্য আমার ভালবাসা ফিরিয়ে আনবো। কারণ আমি আবার তোমাকে ভালবাসতে চাই।

০৩. এ বিশ্বে ভালবাসার চেয়ে অন্য সব কিছু তেমন গুরুত্বপূর্ণ নয়।

বন্ধুরা, এবার বই পড়া সম্পর্কিত কিছু নীতিবাক্য।

০১. জীবনে বই না পড়া, আকাশে সূর্য না থাকার মতো। জ্ঞানে বই না থাকা, পাখির পাখা না থাকার মতো।

০২. বই হলো সারা বিশ্বের ওষুধ।

০৩. বই হলো মানুষের জ্ঞানের প্রেসিডেন্ট।

বন্ধুরা, এবার ভাগ্য সম্পর্কিত কিছু নীতিবাক্য।

০১. মানুষ নিজের ভাগ্য বদলাতে পারে। যদি অন্যরা আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করে, তবে তা ভাগ্যের ভুল নয়, আমাদের ভুল।

০২. কোনো জিনিস বা মানুষের বাহ্যিক চেহারা তাদের মনের চেয়ে ভিন্ন, কিন্তু লোকজন সবসময় এই বাহ্যিক চেহারাকেই বিশ্বাস করে।

০৩. শয়তান ধীরে ধীরে আমাদের মধ্যে প্রবেশ করে, তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা শয়তানের ফাঁদে পড়ি।

০৪. উচ্চাকাঙ্ক্ষা ছেড়ে দাও, স্বর্গের দূত উচ্চাকাঙ্ক্ষার কারণে ধ্বংস হয়েছে।

০৫. বোধশক্তি ভালবাসার আগুন নেভায়।

০৬. ক্ষমতার ছায়ায় জীবন চলে, সে জীবন কী বেচারার জীবন!

০৭. চিনিতে আরো বেশি চিনি যুক্ত হলে চিনি একই পর্যায়েরই মিষ্টি হবে। কিন্তু আনন্দে আরো বেশি আনন্দ যুক্ত হলে জীবন আরো সুখের হবে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040