প্রশিক্ষণের মান উন্নয়নে রোজ তিন বার গোসল করানো হয় 'ডগ স্কোয়াড'কে
  2016-04-19 17:08:00  cri

এপ্রিল ১৯: এখন চীনে ঋতু পরিবর্তনের সময়। কুয়াংতুং প্রদেশের সীমান্তরক্ষী বাহিনীর 'ডগ স্কোয়াড' প্রশিক্ষণের সময়ে প্রবেশ করেছে। ডগ স্কোয়াডদের লোম অনেক মোটা হওয়ায় গরমকাল বেশ অপছন্দ তাদের। ফলে বসন্ত ও গ্রীষ্মকালের পরিবর্তনের এই সময়ে আবহাওয়ার কারণে কুকুরের মেজাজও অস্থির হয়ে যায়। এ কারণে প্রশিক্ষণের মানও নেমে যায়।

তাই তদন্ত কাজের সামর্থ্য ও প্রশিক্ষণের মান উন্নয়নে কুয়াংতুং প্রদেশের সীমান্তরক্ষী বাহিনীর সৈন্যরা এসব ডগ স্কোয়াডদের দিনে তিন বার গোসল করান । (ইয়ু/টুটুল)

এপ্রিল ১৯: এখন চীনে ঋতু পরিবর্তনের সময়। কুয়াংতুং প্রদেশের সীমান্তরক্ষী বাহিনীর 'ডগ স্কোয়াড' প্রশিক্ষণের সময়ে প্রবেশ করেছে। ডগ স্কোয়াডদের লোম অনেক মোটা হওয়ায় গরমকাল বেশ অপছন্দ তাদের। ফলে বসন্ত ও গ্রীষ্মকালের পরিবর্তনের এই সময়ে আবহাওয়ার কারণে কুকুরের মেজাজও অস্থির হয়ে যায়। এ কারণে প্রশিক্ষণের মানও নেমে যায়।

তাই তদন্ত কাজের সামর্থ্য ও প্রশিক্ষণের মান উন্নয়নে কুয়াংতুং প্রদেশের সীমান্তরক্ষী বাহিনীর সৈন্যরা এসব ডগ স্কোয়াডদের দিনে তিন বার গোসল করান । (ইয়ু/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040