হ্যালো চায়না: ১৫. দেয়ালচিত্র
  2016-04-15 20:08:58  cri

আপনি কি বিশাল, চমত্কার, উজ্জ্বল রং দিয়ে আঁকা তুনহুয়াং দেয়ালচিত্র দেখেছেন? 'পি' মানে দেয়াল, 'পি হুয়া' মানে দেয়ালচিত্র। আদিম সমাজে সর্বপ্রথম দেয়ালচিত্র শুরু। সে সময় লোকেরা দৈনন্দিন বিষয় লিখে রাখার জন্য গুহার দেয়ালে বিভিন্ন ধরনের চিত্র খোদাই করে রাখত। আর এভাবেই উদ্ভব হয় দেয়ালচিত্রের। চীনের ঐতিহ্যবাহী দেয়ালচিত্রের মধ্যে গুরুত্বপূর্ণ প্রতিনিধিমূলক দেয়ালচিত্র হলো কান সু প্রদেশের তুনহুয়াং গুহার দেয়ালচিত্র।

তুনহুয়াং গুহার দেয়ালচিত্র ৫০ হাজার বর্গমিটারেরও বেশি এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে। এর প্রধান বিষয়বস্তু হলো দেবতা ও বৌদ্ধমূর্তি। তা ছাড়া পৌরাণিক কাহিনী, বিভিন্ন চরিত্র, গল্প ও প্রাকৃতিক দৃশ্য এসব দেয়ালচিত্রে প্রতিফলিত হয়েছে। বিভিন্ন দেবতার মূর্তির মধ্যে সবচে বিখ্যাত হলো 'ফেই থিয়েন' দেবী। যা মূলত ভারতীয়দের দুই দেবতার সমন্বিত রূপ। এ দুই দেবতার একজন চমত্কার গান করেন অন্যজন ভালো নাচতে পারেন। এ দেবতাই হলেন তুনহুয়াং ফ্রেস্কো যা চীনাদের কাছে 'ফেই থিয়েন'। তুনহুয়াং গুহার ফেই থিয়েনের সঙ্গে অন্যান্য দেশের সংস্কৃতির সংযোগ রয়েছে। এসব বিদেশি সংস্কৃতি এবং চীনা সংস্কৃতি মিলিয়ে বর্তমানের 'ফেই থিয়েন' তৈরি হয়েছে। ফেই থিয়েনের পাখা নেই, পালক নেই, নেই দেবতাদের সেই আলো নেই। তার চারপাশে নানা রংয়ের মেঘ থাকলেও ভাসমান পোশাক ও উড়ন্ত বস্তুগুলো তাকে পুরোপুরি জীবন্ত করে তুলেছে। 'ফেই থিয়েন' যেনো তুনহুয়াং গুহার প্রতীকে পরিণত হয়েছে।

এই দেয়ালচিত্রগুলো শুধু ঐতিহ্যবাহী শিল্পকর্মই নয়। তা নাচ, সঙ্গীত ও সৃজনশীলতার উত্সও বটে। শত শত বছর ধরে আজও তা মানুষের কাছে জনপ্রিয় হয়ে রয়েছে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040