১ বছরে ১১ গুণ আত্মঘাতী শিশু বাড়িয়েছে বোকো হারাম
  2016-04-17 15:53:45  cri
আত্মঘাতী হামলায় শিশুদের ব্যবহার বাড়িয়ে দিয়েছে আফ্রিকার জঙ্গিগোষ্ঠী বোকো হারাম। গত তিন বছর ধরে আত্মঘাতী হামলায় শিশুদের কাজে লাগাচ্ছে পশ্চিমা শিক্ষাবিরোধী এই জঙ্গিরা। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, বোকো হারামের প্রতি পাঁচটি আত্মঘাতী হামলার মধ্যে গড়ে একটি হামলা এখন শিশুদের দিয়ে করানো হচ্ছে।

ক্যামেরন, নাইজেরিয়া ও চাদে শিশুদের দিয়ে চালানো আত্মঘাতী হামলার তথ্য বিশ্লেষণ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, এধরনের তিন চতুর্থাংশ হামলাতেই নেশাগ্রস্ত অবস্থায় মেয়ে শিশুদের ব্যবহার করা হয়েছে।

২০১৪ সালে যেখানে এধরনের চারটি হামলা হয়েছিল সেখানে তার এক বছর পর এই সংখ্যাটি ১১ গুণ বৃদ্ধি পেয়ে ৪৪ এ দাঁড়ায়। নাইজেরিয়ায় বিভিন্ন এলাকার দখল হারানোর পর আত্মঘাতী হামলা বাড়িয়ে দিয়েছে গ্রুপটি। গত সাত বছরের সহিংসতায় নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে প্রায় ১৭ হাজার মানুষের মৃত্যুর জন্য সংগঠনটিকে দায়ী করা হচ্ছে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040