'সাহিত্য ও সংস্কৃতি'শেক্সপিয়ারের বিখ্যাত সাহিত্যিকর্মের কিছু নীতিবাক্য
  2016-04-13 08:51:03  cri
বন্ধুরা, আজও অব্যাহতভাবে শেক্সপিয়ারের বিখ্যাত সাহিত্যিকর্মের কিছু নীতিবাক্য আপনাদের সঙ্গে শেয়ার করবো।

শুরুতেই বিখ্যাত নাটক 'হ্যামলেট' থেকে কিছু নীতিবাক্য তুলে ধরবো।

০১.পরিবারের সদস্যদের মধ্যে অসাধারণ সম্পর্ক থাকে। অজ্ঞাত পরিচয় লোকের সঙ্গে ঘনিষ্ঠ হলেও আত্মীয়স্বজনের মধ্যে কিছু ব্যবধান থেকে যায়।

০২.সবচে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো নিজেকে বিশ্বস্ত ভাবা।

০৩.এ বিশ্বে আমাদের কল্পনার চেয়ে আরো জটিল আরো বেশি অপরিচিত জিনিস রয়েছে।

০৪.আসলে এ বিশ্বে কোনো ভাল বা খারাপ মানদণ্ড নেই, সবকিছুই আমাদের মনে।

০৫.হয়তো হবে, হয়তো হবেনা, সেটাই প্রশ্ন।

০৬.বিশ্বের সবকিছুরই নির্দিষ্ট ভাগ্য আছে, এমনকি একটি চড়াই পাখির জীবনও।

এবার 'ওথেলো' নাটকের কিছু নীতিবাক্য শোনাবো।

০১. পুরুষ বা নারীর মনে মর্যাদা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। যদি চোর আমাদের টাকা চুরি করে, তারা শুধু আমাদের জীবনের কিছু সাধারণ জিনিস চুরি করে, যার কোনো সত্যিকার মূল্য নেই।

০২. বিবাহ সুন্দর মানুষের জীবন দখল করে, কিন্তু তাদের নানা ধরনের ইচ্ছা নিয়ন্ত্রণ করতে পারে না।

০৩. আমরা সবাই মালিক হতে পারবো না, আর সবাই মালিক হলেও আমাদের দাসদাসী আন্তরিক হবে না।

এবার 'কিং লেয়ার'

০১. সব কিছুরই দাম আছে।

০২. ভালবাসায় যদি হিসাব থাকে, তবে তা সত্যিকার ভালবাসা নয়।

০৩. এ পাগল বিশ্ব, পাগলের নেতৃত্বে অন্ধ পথে হাঁটে।

এবার 'ম্যাকবেথ'

০১.তোমার জন্য আমি চিন্তা করি, কারণ তোমার আত্মায় এত মানুষের দয়া থাকে।

প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো? আপনারা যদি 'সাহিত্য ও সংস্কৃতি' বিষয়ক কোনো কিছু জানতে বা আলোচনা করতে চান, তাহলে আমাকে চিঠি লিখবেন বা ই-মেইল করবেন। আপনাদের কাছ থেকে চমৎকার পরামর্শ আশা করছি। আর আপনাদেরকে জানিয়ে রাখি, আমার ইমেইল ঠিকানা হলো, hawaiicoffee@163.com।

চিঠিতে প্রথমে লিখবেন, 'সাহিত্য ও সংস্কৃতি' অনুষ্ঠানের 'প্রস্তাব বা মতামত'। আপনাদের চিঠির অপেক্ষায় রইলাম।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। অনুষ্ঠান শোনার জন্য অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে একই দিন, একই সময় আপনাদের সঙ্গে আবারো কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়ান (জিনিয়া/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040