চীনে লম্বা চুল উত্সব পালিত
  2016-04-11 16:19:06  cri
এপ্রিল ১১: চীনের কুয়াংশি চুয়াং জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী কুইলিন শহরের হওয়াংলুও ইয়াও জাতির গ্রামে গত (শনিবার) ব্যতিক্রমধর্মী 'লম্বা চুল উত্সব' পালণ করা হয়।

এদিন দৃষ্টিনন্দন জাতীয় পোশাক পড়ে গ্রামের মেয়েরা এক সঙ্গে নিজেদের লম্বা চুল পরিস্কার করেন। চীনা চান্দ্র পঞ্জিকার ৩ মার্চ হুয়াংলুও ইয়াও জাতিদের বসবাসরত এলাকায় প্রথমবারের মতো ব্যতিক্রমধর্মী এই লম্বা চুল উত্সব পালিত হয়।

ইয়াও জাতির মেয়েরা লাল রঙয়ের জাতীয় পোশাক পড়ে একসাথে লম্বা চুল পরিস্কার করেন। একই সঙ্গে তারা লম্বা চুল প্রদর্শন করে নৃত্য পরিবেশন করেন। এ মজার দৃশ্য দেশ-বিদেশের হাজার হাজার পর্যটকদের আকর্ষণ করে।

জানা গেছে, হুয়াংলুও ইয়াও জাতির গ্রামে ৩০০ জনের বেশি অধিবাসী রয়েছে। তাদের মধ্যে ৮০ জনের বেশি লোকের চুলের দৈর্ঘ্য ১.৪ মিটারের বেশি। সবচেয়ে দীর্ঘ চুলের মাপ ২.৩ মিটার। (সুবর্ণা/মান্না)


1 2 3
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040