রবীন্দ্রবিশেষজ্ঞের চোখে রবীন্দ্রনাথ(৪)
  2016-04-09 19:12:01  cri

সুপ্রিয় শ্রোতা, বিশ্বকবি রবীন্দ্রনাথের আকষর্ণে তাকে নিয়ে গবেষণা করার প্রবণতা কখনো কমেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম বহু দিন ধরে রবীন্দ্রনাথকে নিয়ে গবেষণা করছেন। গত সপ্তাহে তাঁর দেওয়া সাক্ষাত্কারের প্রথম অংশ শুনলেন। আজকের খোলামেলা অনুষ্ঠানে শুনুন অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামের দেওয়া সাক্ষাত্কারের দ্বিতীয় অংশ। আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা, সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি।

অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামের সংক্ষিপ্ত পরিচয়:

সৈয়দ মঞ্জুরুল ইসলাম ১৯৫১ সালের ১৮ই জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন৷ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি সাহিত্যে স্নাতক এবং স্নাতকোত্তর লাভ করেন৷ স্নাতক এবং স্নাতকোত্তরে যথাক্রমে ফজলুর রাহমান এবং গোল্ড মেডেল পোপ মেমোরিয়াল পুরস্কার লাভ করেন৷ তিনি কানাডার কিংস্টনের কুইন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন৷ বাংলা সাহিত্যে তার পুরস্কার সমূহ : বাংলা একাডেমী পুরস্কার (১৯৯৬), প্রথম আলো বর্ষসেরা প্রবন্ধ পুরস্কার (১৪১১), কাগজ সাহিত্য পুরস্কার (২০০৫)৷

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040