হ্যালো চায়না: ১৪. ঐতিহ্যবাহী চীনা চিত্রকর্ম
  2016-04-08 16:57:15  cri

'কুও হুয়া' হলো ঐতিহ্যবাহী চীনা চিত্রকর্ম। নরম তুলির ব্যবহার করে, চাল থেকে তৈরি করা কাগজ এবং রেশম কাপড়ের ওপর ছবি আঁকেন শিল্পীরা। ১৯১২ সালের আগে চীনা চিত্রকর্মকে প্রাচীন চিত্রকর্ম বলা হয়। পশ্চিমা তৈলচিত্র থেকে আলাদা করার জন্য ঐতিহ্যবাহী চীনা চিত্রকর্মকে কুও হুয়া নাম দেওয়া হয়। 'কুও হুয়া'তে লাল ও হালকা সবুজ সবচেয়ে বেশি ব্যবহৃত হত। হালকা সবুজ হলো নীল ও সবুজ মিলিয়ে তৈরি করা একটি রং। 'কুও হুয়া'তে প্রধানত তিনটি উপাদান থাকে। সেগুলো হলো চরিত্র, প্রাকৃতিক দৃশ্য এবং ফুল ও পাখি। চরিত্রের ছবি আঁকার জন্য যেমন অন্তর্নিহিত ভাব গুরুত্বপূর্ণ, তেমনি প্রাকৃতিক দৃশ্য ফুটিয়ে তুলতে পরিবেশ গুরুত্বপূর্ণ। অন্যদিকে ফুল ও পাখির ব্যবহারে চীনা চিত্রকর্মকে জীবন্ত রূপ দেওয়া হয়।

পশ্চিমা তৈলচিত্রের চেয়ে একেবারেই আলাদা এসব চিত্রকর্ম। কুও হুয়া হলো চিত্ররীতি, কবিতা, হস্তলিপিশিল্প এবং সীলমোহর এ চারটি অংশের সমন্বিত রূপ। উত্সাহ বা উদ্দীপনা প্রকাশের ক্ষেত্রে চীনা চিত্রকর্মের বেশ গুরুত্বপূর্ণ কিছু দিক রয়েছে। এক্ষেত্রে কালি ও রেখার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। আর প্রতিটি চিত্রকর্মেই সাধারণত বড় খালি একটি অংশ রয়েছে, এই খালি স্থানগুলোতে হস্তলিপিশিল্প দিয়ে চীনা কবিতা লেখা হয়। সবশেষে চিত্রকর্মের নিচে এক পাশে শিল্পীর নাম খোদাই করা থাকে। চীনা চিত্রকর্মে প্রধান বিষয় হলো প্রকৃতি ও বাস্তববাদী চিন্তাধারা। যা অন্যান্য চিত্রকর্মে সচরাচর দেখা যায় না। চরিত্র-সর্বস্ব চিত্রকর্মে বিস্তারিতভাবে ব্যক্তিকে দেখা যায় না। তবে বোঝা যায় যে চিত্রে কোনো একটি নারীমুর্তি বা একটি শিশু রয়েছে। গুরুত্বপূর্ণ দশটি চীনা ছবির মধ্যে একটি বিখ্যাত চিত্রকর্ম হলো 'ছিং মিং শাং হো থু'। এর নামটির অর্থ হলো, সমাধি পরিচ্ছন্নকরণ দিবসে নদী তীরের দৃশ্য। এটি চীনা চিত্রকর্মের গুরুত্বপূর্ণ প্রতিনিধিত্বকারী শিল্প।

পশ্চিমা তৈলচিত্রে সীলমোহর, হস্তলিপিশিল্প এবং কবিতা থাকে না। এমনকি কোন চিত্রে চিত্রশিল্পীর নামও নেই। রং ব্যবহার এক্ষেত্রে পশ্চিমা চিত্রে সাধারণত উজ্জ্বল রং ও সেট দেখা যায়। যাতে বাস্তব জিনিস ফুটে ওঠে। চীনা চিত্রকর্মের মতো কোনো অংশ খালি রাখা তাদের ধরন নয়। তাছাড়া বাস্তবাদী চিত্রকর্ম হলো পশ্চিমা চিত্রের প্রধান উপাদান, আর পশ্চিমা শিল্পীরা চরিত্র-নির্ভর চিত্র পছন্দ করে, সেজন্য বিখ্যাত অনেক পশ্চিমা চিত্রের নাম হয়েছে মানুষের নামে, যেমন 'মোনালিসা'।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040