চীনের রাজধানী বেইজিংয়ের নিষিদ্ধ নগর বা ফরবিডেন সিটির দৃষ্টিনন্দন ও জাঁকালো চীনা ঐতিহ্যবাহী স্থাপত্যগুলো সারা পৃথিবীব্যাপী বিখ্যাত। প্রাচীনকালে এই নগরে বসবাসরত রাজাদের বৈশিষ্টসম্পন্ন প্রাসাদ ছাড়াও তার প্রাঙ্গণ বা রাজকীয় বাগানও বেশ বিখ্যাত। রাজবাড়ির প্রাঙ্গণগুলোতে নানা রকম ফুল গাছসহ বিভিন্ন গাছপালা রয়েছে।
বসন্তকালে নাশপাতি, খুবানি, পিচসহ প্রভৃতি ফুল ফুটে নিষিদ্ধ নগরের সৌন্দর্য বাড়িয়ে দেয় কয়েক গুন বেশি। গত তিন দিনব্যাপী 'ছিং মিং চিয়ে'-এর ছুটিতে ফুটে থাকা এসব ফুলের চমত্কার দৃশ্য দেশী-বিদেশী পর্যটকদের মুগ্ধ করেছে।
এখন আমরা ছবিতে বসন্তকালের নিষিদ্ধ নগরের ফুলের দৃশ্য উপভোগ করবো। (তুহিনা/মান্না)