শেক্সপিয়ারের বিখ্যাত সাহিত্যিকর্মের নীতিবাক্য
  2016-04-05 13:58:04  cri
বন্ধুরা, আমরা আপনাদের আগেই বলেছি, মহান নাট্যকার শেক্সপিয়ারকে নিয়ে আমরা কয়েকটি ধারাবাহিক অনুষ্ঠান তৈরি করবো। তারই ধারাবাহিকতায় আজ প্রথমেই শেক্সপিয়ারের বিখ্যাত কিছু সাহিত্যিকর্মের কিছু নীতিবাক্য আপনাদের সঙ্গে শেয়ার করবো।

প্রথমেই 'মিডসামার নাইটস ড্রিম' নাটকের কিছু নীতিবাক্য বন্ধুদের শোনাবো। 'মিডসামার নাইটস ড্রিম' শেক্সপিয়ারের বিখ্যাত একটি নাটক । এই নাটকের কাহিনী আমাদের সত্যিই ভীষণভাবে মুগ্ধ করে। এই নাটকে প্রেমের গল্প অত্যন্ত আকর্ষণীয়ভাবে তুলে ধরা হয়েছে। এই নাটকের কয়েকটি নীতিবাক্য হলো-

১.সত্যিকারের ভালোবাসার পথ সবসময় প্রতিবন্ধকতায় ভরপুর।

২.ভালোবাসার জগতের ভালো বা খারাপ দিকগুলো আমাদের চোখ দিয়ে না দেখে মন দিয়ে বিবেচনা করা উচিত।

৩.বিধাতা! এ সব সাধারণ মানুষের কি মাথা-খারাপ!

৪.পাগল, প্রেমিকা আর কবি, তারাও কল্পনার সন্তান।

এবার আমরা 'অ্যাজ ইউ লাইক ইট' বইয়ের কিছু নীতিবাক্য তুলে ধরবো।

১.মাথামোটার জ্ঞান অন্য মানুষ নাও দেখতে পারে, কিন্তু চালাকের ছোট মূর্খতা সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে পারে।

২.বিশ্ব একটি মঞ্চের মত। আমরা শুধুমাত্র মঞ্চের অভিনেতা-অভিনেত্রী, কখনো কখনো আমরা মঞ্চে থাকি, ‌আবার কখনো কখনো আমরা অন্য মানুষকে মঞ্চে পারফর্ম করতে দেখি। সারা জীবনে আমরা অনেক ভূমিকা পালন করি।

৩.টাকার চেয়ে সৌন্দর্য আরো ভয়ঙ্কর ঘটনা ঘটাতে পারে।

৪.তুমি কি জানো না যে আমি একজন নারী? আমি কী ভাবছি, আমি অবশ্যই বলবো।

৫.ভালোবাসা হলো পাগলামী।

এবার আমরা 'মার্চেন্ট অব ভেনিস' নাটকের কিছু নীতিবাক্য তুলে ধরবো।

১.সেই বিজ্ঞ বাবা যে নিজের ছেলেকে বুঝতে পারে।

২.ভালোবাসা হলো অন্ধ।

৩. চকচক করলেই সোনা হয় না।

৪.ক্ষমা আন্তরিকতাশুন্য নয়।

এবার আমরা 'মিয়েজার ফর মিয়েজার' থেকে কিছু নীতিবাক্য তুলে ধরবো।

১.কোনো মানুষ পাপের দ্বারা বড় হয়, কোনো মানুষ নৈতিক অবক্ষয়ের কারণে ব্যর্থ হয়।

২.অসাধারণ শক্তি অবশ্যই ভালো, কিন্তু শক্তির অপব্যবহার ভালো নয়।

৩.মানুষ বাইরে থেকে দেখতে স্বর্গের দূতের মত, কিন্তু তাদের মনের গভীর জগতে অনেক কিছু লুকানো থাকে।

এবার বিখ্যাত নাটক 'রোমিও অ্যান্ড জুলিয়েট' থেকে কিছু নীতিবাক্য তুলে ধরবো।

১.সে যেন মশালের চেয়ে আরো উজ্জ্বল হয়।

২. আমার একমাত্র ভালোবাসা শুধুমাত্র ঘৃণা থেকে আসে।

৩.নাম কি? নামের তাত্পর্য কি? আমরা গোলাপ ফুলকে অন্য নামে ডাকলেও তার সুবাস আগের মতোই।

৪. তরুণ-তরুণীদের ভালোবাসা চোখের মাধ্যমে প্রকাশ পায়।

৫.এটা পূর্ব, আর জুলিয়েট আমার সূর্য।

প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো? আপনারা যদি 'সাহিত্য ও সংস্কৃতি' বিষয়ক কোনো কিছু জানতে বা আলোচনা করতে চান, তাহলে আমাকে চিঠি লিখবেন বা ই-মেইল করবেন। আপনাদের কাছ থেকে চমৎকার পরামর্শ আশা করছি। আর আপনাদেরকে জানিয়ে রাখি, আমার ইমেইল ঠিকানা হলো, hawaiicoffee@163.com।

চিঠিতে প্রথমে লিখবেন, 'সাহিত্য ও সংস্কৃতি' অনুষ্ঠানের 'প্রস্তাব বা মতামত'। আপনাদের চিঠির অপেক্ষায় রইলাম।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। অনুষ্ঠান শোনার জন্য অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে একই দিন, একই সময় আপনাদের সঙ্গে আবারো কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়ান (জিনিয়া/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040