২০১৬ সালের চীনের দুই অধিবেশনের শিক্ষাসম্পর্কিত কিছু প্রস্তাব ও সিদ্ধান্ত
  2016-04-04 19:46:08  cri

 


সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা ভালো আছেন তো? সুদূর বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি সুবর্ণা ও টুটুল। আর সেই সঙ্গে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন 'বিদ্যাবার্তা'।

বন্ধুরা, ২০১৬ সালের চীনের দুই অধিবেশন অর্থাত জাতীয় গণকংগ্রেস (এনপিসি) ও গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-র অধিবেশন সমাপ্ত হয়েছে। অধিবেশনে সারা চীন থেকে নির্বাচিত প্রতিনিধি ও সদস্যরা চীনের সমাজ ও উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে বহু প্রস্তাব ও পরামর্শ দিয়েছেন।

আজকের অনুষ্ঠানে আমরা শিক্ষাসম্পর্কিত তাদের প্রস্তাব ও এ সম্পর্কে চীন সরকারের সংশ্লিষ্ট সিদ্ধান্ত নিয়ে কিছু তথ্য তুলে ধরবো। সেই সঙ্গে চীনের সংখ্যালঘু জাতি তুলোং জাতির একমাত্র এনপিসি'র প্রতিনিধি ম্যাডাম তুয়ান সিউ ইং সম্পর্কে একটি প্রতিবেদন শোনাবো।

০১. দুই অধিবেশনে চীনা শিক্ষামন্ত্রী ইউয়ান কুই রেন বলেন, 'ত্রয়োদশ পাঁচসালা পরিকল্পনা' চলাকালে চীন বরাবরের মতো ৯ বছরের বিনা বেতনের বাধ্যতামূলক শিক্ষাদানব্যবস্থা মেনে চলবে।

তবে বাধ্যতামূলক শিক্ষাদানের মান উন্নত করার জন্য নিরলস প্রচেষ্টা চালাতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, 'ত্রয়োদশ পাঁচসালা পরিকল্পনায়' ব্যাপকভাবে উচ্চ বিদ্যালয়ের শিক্ষাদানব্যবস্থার প্রস্তাব দাখিল করা হয়েছে। চীনের বাধ্যতামূলক শিক্ষার সময় ৯ বছর থেকে ১২ বছর বাড়ানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা ছাড়া, প্রিস্কুলের ভর্তি হার ৭৫ শতাংশ থেকে ২০২০ সালে ৮৫ শতাংশ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এর সঙ্গে সঙ্গে উচ্চ বিদ্যালয়ের ভর্তি হার ৪০ শতাংশ থেকে ৫০ শতাংশে বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।

তিনি বলেন 'ত্রয়োদশ পাঁচসালা পরিকল্পনায়' চীনের শিক্ষাদানের আওতা অনেক বিস্তৃত হয়েছে। এ পরিকল্পনা চালু করার সঙ্গে সঙ্গে চীনে ধাপে ধাপে মাঝারি পেশাগত শিক্ষাদানে বিনা বেতনের নীতি বাস্তবায়ন করা হবে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।

০২.দুই অধিবেশন চলাকালে চীনা শিক্ষামন্ত্রী ইউয়ান কুই রেন নিজের অভিজ্ঞতা স্মরণ করে বলেন, তিনি গ্রামাঞ্চলের শিক্ষকদের অনেক সম্মান করেন, জটিল ও দরিদ্র পরিবেশে তাদের পবিত্র কাজের প্রশংসা করেন।

তিনি বলেন, তিনি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর গ্রামাঞ্চলে গিয়ে শিক্ষকতা করার পরিকল্পনা করেন। চীনের শিক্ষা মন্ত্রণালয়ে যুক্ত হবার পর গ্রামাঞ্চলের শিক্ষাদানের ওপর মনোযোগ দেন তিনি।

সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিক নীতিমালা প্রণয়ন করার মাধ্যমে গ্রামাঞ্চলের শিক্ষাদানের পরিস্থিতি উন্নত করেছে চীন সরকার। যেমন- বিনা বেতনে গ্রামাঞ্চলের শিক্ষকদের শিক্ষাদান প্রদান করা এবং চীন সরকারের সমর্থনে গ্রামাঞ্চলের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া ইত্যাদি। তবে বর্তমানে শহর ও গ্রামাঞ্চলের মধ্যে শিক্ষাদানের অনেক ব্যবধান রয়েছে বলে স্বীকার করেন তিনি। এ সমস্যা সমাধান করার জন্য গ্রামাঞ্চলের শিক্ষকদের প্রশিক্ষণ ও জীবনযাপনের মান উন্নত করার জন্য আরো বেশি প্রচেষ্টা চালাতে হবে বলে মন্তব্য করেন তিনি।

গত বছর চীনের রাষ্ট্রীয় পরিষদ গ্রামাঞ্চলের শিক্ষকদের সমর্থন পরিকল্পনা প্রণয়ন করেছে, তাতে গ্রামাঞ্চলের শিক্ষকদের বেতন ও জীবনযাপনের মান উন্নত করা সম্পর্কে নির্দিষ্ট নীতিমালা নির্ধারিত হয়েছে।

এর মধ্যে রয়েছে গ্রামাঞ্চলের শিক্ষকদের বেতন বাড়ানো ও ভর্তুকি প্রদান করা, কাজের শ্রেণিবিন্যাসের ব্যাপারে গ্রামাঞ্চলের শিক্ষকদের বেশি সহায়তা ও সুযোগ প্রদান করা, শহরাঞ্চলের শ্রেষ্ঠ শিক্ষকদের নিয়মিতভাবে গ্রামাঞ্চলে শিক্ষাদানের দায়িত্ব পালন করা এবং গ্রামাঞ্চলের শিক্ষকদের প্রশিক্ষণ জোরদার করা ইত্যাদি। এ নীতিমালা সারা চীনে চালু করা হবে বলে উল্লেখ করেন চীনা শিক্ষামন্ত্রী।

০৩. ২০১৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত চীনের দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করার ঘোষণা দিয়েছেন চীনের শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী তু ইউ বো।

তিনি বলেন, প্রথমে দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করা হবে এবং প্রিস্কুল, উচ্চ বিদ্যালয় ও মাধ্যমিক পেশাগত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের টিউশন ফি, বই কেনার ফি বাতিল করা হবে এবং যারা স্কুলে বসবাস করবে তাদের এমন খরচের সহায়তা দেওয়া হবে। এর সঙ্গে সঙ্গে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন স্কুলে সঠিক সহায়তা ব্যবস্থাপনা গড়ে তোলা হবে।

তিনি আরো বলেন, সমানভাবে শিক্ষাগ্রহণ করা সমাজের সমতার ভিত্তি। এ ব্যবস্থার মাধ্যমে চীনা শিক্ষার্থীদের সমানভাবে শিক্ষাগ্রহণের অধিকার নিশ্চিত করা যাবে। যাকে সমান শিক্ষাদানের একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আখ্যায়িত করেন উপমন্ত্রী তু ইউ বো।

০৪. দ্বাদশ সিপিপিসিসি'র চতুর্থ সম্মেলনের তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে চীনের নারী ফেডারেশনের প্রতিনিধি ম্যাডাম মেং সিয়াও সি বলেন, চীনা দম্পতিদের দুই সন্তান নিতে সুবিধা দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সমস্যা ও ব্যবস্থা সমাধান করতে হবে, যাতে দুই সন্তান নীতি আরো সুষ্ঠুভাবে চালু করা যায়।

তিনি আরো বলেন, দুই সন্তান নীতি চীনা সমাজের শ্রম শক্তি বাড়ানো এবং লিঙ্গের ব্যাপক ব্যবধান সমাধানের জন্য সহায়ক হবে। তবে বর্তমানে যুবপরিবারে নারীদের দুই সন্তান নেওয়ার পরিমাণ পরিকল্পনার চেয়ে অনেক কম। আসলে নারীরা দুই সন্তান নিতে চান না তা নায়, বরং কর্মসংস্থান,অর্থনীতি ও বাচ্চা যত্ন নেওয়ার অনেক চাপের সম্মুখীন হওয়ার কারণে দুই সন্তান নেওয়ার ব্যাপারে তারা উদ্বিগ্ন।

এ সমস্যা সমাধানের জন্য ব্যাপকভাবে বাচ্চাদের যত্ন নেওয়ার প্রতিষ্ঠান বা সরকারি কিন্ডারগার্টেন নির্মাণ করা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রশিক্ষণ ও সরকারের তত্ত্বাবধান জোরদার করার প্রস্তাব দিয়েছেন ম্যাডাম মেং।

তিনি বলেন, কর্ম ও পরিবারের ভারসাম্যতা বাস্তবায়ন করার উদ্দেশ্যে বাচ্চা নেওয়ার বীমাব্যবস্থা গড়ে তুলতে হবে এবং নারী ও পুরুষকে যৌথভাবে বাচ্চা যত্ন নেওয়ার ছুটির সুযোগ দিয়ে যৌথভাবে বাচ্চাকে যত্ন নেওয়ার দায়িত্ব পালন করার ব্যাপারে উত্সাহ দিতে হবে।

আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, এতক্ষণ আপনাদের কাছে চলতি বছরের চীনের দুই অধিবেশনে এনপিসি ও সিপিপিসিসির প্রতিনিধি আর সদস্যদের শিক্ষা সম্পর্কিত কিছু প্রস্তাবের তথ্য তুলে ধরলাম।

এখন চীনের সংখ্যালঘু জাতি তুলোং জাতির একমাত্র প্রতিনিধি ম্যাডাম তুয়ান সিউ ইংকে নিয়ে একটি প্রতিবেদন শোনাবো।

তুলেোং জাতি চীনের ইউয়ুননান প্রদেশের নুচিয়াং অঙ্গরাজ্যের কুংশান স্বশাসন জেলায় বসবাস করা একটি সংখ্যালঘু জাতি। এ জাতির মোট লোকসংখ্যা ৭ হাজারের চেয়েও কম। প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত হওয়ার কারণে এ জাতি উন্নয়নের জন্য অনেক সমস্যার সম্মুখীন হন।

তুলোং জাতির লোকজনের বিভিন্ন সমস্যা ও প্রস্তাব নিয়ে জাতিটির একমাত্র প্রতিনিধি হিসেবে ২০১৬ সালের জাতীয় গণকংগ্রেসের অধিবেশনে অংশ নেন ম্যাডাম তুয়ান সিউ ইং।

তিনি নুচিয়াং অঙ্গরাজ্যের একটি মাধ্যমিক স্কুলের শিক্ষক। এনপিসি'র প্রতিনিধি ও তুলেোং জাতির একমাত্র প্রতিনিধি হিসেবে বেইজিংয়ে দুই অধিবেশনে অংশগ্রহণ করার বিষয়টি তার কাছে অনেক আনন্দের।

তিনি বলেন, "২০১২ সালে আমি এনপিসি'র প্রতিনিধি নির্বাচিত হই। চলতি বছর চতুর্থ বারের মতো দুই অধিবেশনে অংশ নেই। আমি অনেক আনন্দিত, কারণ একজন সাধারণ শিক্ষক এবং তুলোং জাতির একমাত্র প্রতিনিধি হিসেবে এ সম্মেলনে অংশ নেওয়া একটি দারুণ শ্রেষ্ঠ সুযোগ"।

তবে আনন্দের সাথে বড় চাপের সম্মুখীন হন তিনি। এনপিসি'র প্রতিনিধি হিসেবে বিভিন্ন বিষয় উপস্থাপন করা ম্যাডাম তুয়ানের একটি গুরুত্বপূর্ণ কর্তব্য। শিক্ষক হিসেবে এ জাতির শিক্ষাদানের দুর্বলতার সমস্যায় তিনি সবসময় মনোযোগ দেন। গবেষণার মাধ্যমে তিনি বহু বছর ধরে মনের চিন্তাভাবনা ও স্থানীয় অঞ্চলের লোকজনের চাহিদা সংগ্রহ করে প্রস্তাব রচনা করেন এবং বেইজিংয়ে নিয়ে আসেন।

তিনি বলেন, "প্রথমবার দুই অধিবেশনে অংশগ্রহণের সময় আমি মাধ্যমিক স্কুলের শিক্ষকের পক্ষ থেকে সরকারের সহায়তায় নুচিয়াংতে একটি পেশাগত প্রযুক্তি একাডেমি প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছি। কারণ তখন নুচিয়াং অঞ্চলে কোনো কলেজ ছিলো না। বর্তমানে চীন সরকার নুচিয়াংতে বিরাট সমর্থন দিয়েছে। গত বছরের শেষ দিকে সংশ্লিষ্ট পরিকল্পনা অনুসারে আমাদের মাধ্যমিক স্কুল নতুন ক্যাম্পাসে স্থানান্তর করা হয়েছে। ২০১৮ সালের শেষ দিকে প্রথম পর্যায়ের নির্মাণ কাজ সম্পন্ন হবে এবং ২০২০ সালে দ্বিতীয় পর্যায়ের নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে অনুমান করা হচ্ছে"।

নিজের প্রস্তাব গ্রহণ করা এবং দ্রুত তা বাস্তবায়নের জন্য তিনি অনেক আনন্দিত। তার চোখে কেবল একটি স্কুলের নির্মাণ কাজই মূল দিক থেকে স্থানীয় অঞ্চলের শিক্ষাদানের দুর্বলতা সমাধান করতে পারে না। ব্যক্তিদের প্রশিক্ষণে আরো প্রচেষ্টা চালাতে হবে বলে মনে করেন তিনি। এ সম্পর্কে চলতি বছরের দুই অধিবেশনে তিনি নতুন প্রস্তাব তুলে ধরেন।

তিনি বলেন, "চলতি বছরে নুচিয়াং এলাকার শিক্ষার সমস্যা নিয়ে প্রস্তাব দিয়েছি।

চলতি বছর নুচিয়াং সংখ্যালঘু জাতির বসবাস এলাকায় বিনা খরচে নির্দিষ্ট কলেজ শিক্ষার্থীদের প্রশিক্ষণের প্রস্তাব দাখিল করেছি। ব্যক্তিদের প্রশিক্ষণের অভাব ও দক্ষতার দুর্বলতা হলো এক অঞ্চলের অর্থনীতির দুর্বলতার মূল কারণ। দারিদ্র্য বিমোচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সরকারের অর্থ সহায়তা এবং ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া"।

চীনের অনেক সংখ্যালঘু জাতির মতো তুলোং জাতিরও নিজস্ব ভাষা রয়েছে, কিন্তু তাদের এই ভাষার নির্দিষ্ট কোনো বর্ণমালা নেই। এ কারণে জাতিটির সংস্কৃতির উত্তরাধিকারে নেতিবাচক প্রভাব পড়েছে। এ কারণে স্থানীয় অঞ্চলের স্কুলে শিক্ষার্থীদের নাচ শেখানো হয়, যাতে তুলোং জাতির শিক্ষার্থীরা যত বেশি সম্ভব নিজ জাতির সংস্কৃতি মনে রাখতে পারেন। এ সম্পর্কে ম্যাডাম তুয়ান বলেন, 'জাতীয় ঐতিহ্যিক সংস্কৃতির বজায় রাখা ও উত্তরাধিকারে আমার ধারণা হলো নিজ জাতির পোশাক পড়ে স্কুলে লেখাপড়া করা। নিজ জাতির পোশাক পড়ে বিভিন্ন উদযাপনী অনুষ্ঠান বা গুরুত্বপূর্ণ তত্পরতায় অংশ নেওয়া। এভাবে আমাদের জাতির সংস্কৃতি ভালোভাবে উত্তরাধিকার করা যাবে"।

এনপিসি'র প্রতিনিধি হিসেবে গত ৪ বছরের মধ্যে ম্যাডাম তুয়ান অনেক জায়গা গিয়েছেন, জনগণের অনেক আহ্বান ও প্রস্তাব শুনেছেন এবং অনেক গবেষণা করেছেন।

তার মনোযোগের বিষয়টি শুধু শিক্ষার সঙ্গেই সম্পর্কিত নয়, পরিবেশ সংরক্ষণের সঙ্গেও সম্পর্কিত। সাম্প্রতিক বছরগুলোতে জন্মস্থানের উন্নয়নে অনেক সাফল্য অর্জিত হয়েছে, তবে পরিবেশের দূষণ নিয়েও তিনি ব্যাপক উদ্বিগ্ন। এ সম্পর্কে তিনি বলেন, "বর্তমানে নুচিয়াংয়ের আকাশ নীল, মেঘ সাদা, নদীর পানিও পরিষ্কার। তবে গত কয়েক বছরে অর্থনীতি উন্নয়নের সঙ্গে সঙ্গে কিছু কিছু অঞ্চলের পরিবেশ দূষিত হয়েছে। তুলোং নদী উন্মুক্ত করার সাথে সাথে অনেক লোক এ অঞ্চলে প্রবেশ করেছে, ফলে স্থানীয় অঞ্চলের প্রাকৃতিক পরিবেশে সহজেই এর প্রভাব পড়েছে। চীন সরকারকে ধারাবাহিক নীতি প্রণয়ন করে স্থানীয় অঞ্চলের প্রাকৃতিক পরিবেশকে আরো ভালভাবে সংরক্ষণের জন্য প্রচেষ্টা চালাতে হবে"।

ম্যাডাম তুয়ানের মনে এনপিসি'র প্রতিনিধি মানে এক ধরনের মর্যাদা ও কর্তব্য। তিনি ৭ হাজার লোকের আশাআকাঙ্খা বহন করেন। তিনি বলেন, 'আমার কাঁধের চাপ আরো ভারী, কর্তব্যও অনেক গুরুত্বপূর্ণ। এনপিসি'র প্রতিনিধি হিসেবে নিজের কাজে নেতৃত্বের ভূমিকা পালন করতে হবে। বেইজিংয়ে দুই অধিবেশনে তুলোং জাতির লোকজনের আশা ও মতামত নিয়ে এসেছি, এভাবে আমি আমার দায়িত্ব পালন করতে সক্ষম হবো"।

সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, সময় দ্রুত চলে যায়, কথা বলতে বলতে আমাদের আজকের 'বিদ্যাবার্তা' অনুষ্ঠানের সময়ও ফুরিয়ে এলো। আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে এবং সেই সঙ্গে চীনের শিক্ষাব্যবস্থা সম্পর্কেও আপনাদের কোনোকিছু জানার থাকলে আমাদের চিঠি লিখতে ভুলবেন না। আমাদের যোগাযোগ ঠিকানা ben@cri.com.cn,caoyanhua@cri.com.cn

রেডিও'র মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুনতে না পারলে আমাদের বাংলা বিভাগের ওয়েবসাইটে তা শুনতে পারবেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.bengali@cri.cn

এবার তাহলে বিদায়। আসছে সপ্তাহের একই দিনে, একইসময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। থাকুন সুস্থ ও আনন্দে। চাই চিয়ান। (সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040