১০০ বছর আগের পোস্টকার্ড সুন্দরীরা
  2016-03-31 21:59:42  cri

মার্চ ৩১: বিশ্বায়নের প্রক্রিয়া কেবল আমাদের ব্যবসার পদ্ধতিই পরিবর্তন করেছে তাই নয়, বরং আমাদের নন্দনতত্ত্বের ওপরও প্রভাব ফেলেছে। এখন বিশ্বের বিভিন্ন কোণায় ম্যাকডোনাল্ডস ও স্টারবাকস দেখা যায়। তাই বৈশিষ্ট্যপূর্ণ স্থানীয় রেস্তোরাঁর সংখ্যা ধীরে ধীরে অনেক কমে যাচ্ছে। পরিবর্তন এসেছে আমাদের পোশাকেও। অনেকেই বিশ্বখ্যাত ব্র্যান্ড 'লুইস ভিতেন' ও 'চ্যানেল' পছন্দ করেন। কিন্তু গণমাধ্যমের প্রচার ও প্রসারের আগে, বিশেষ করে টেলিভিশন জনপ্রিয় হওয়ার আগে সৌন্দর্য নিয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষের ধারণা ছিল বিভিন্ন রকম।

যুক্তরাষ্ট্রের বোরেডপান্ডা ওয়েবসাইটে সম্প্রতি ১৯০০ থেকে ১৯১০ সাল পর্যন্ত কিছু পোস্টকার্ড প্রকাশ করেছে, যেখানে বিশ্বের বিভিন্ন অঞ্চলের অনেক সুন্দরীর ছবি রয়েছে। এখানে দেখা যায়, সে সময় তাদের মধ্যে কেউ কেউ মোটা আবার কেউ কেউ স্লিম, কেউ কেউ স্নেহশীল আবার কেউ কেউ লাবণ্যময়ী। সবারই নিজস্ব বৈশিষ্ট্য আছে।

চীনা বংশোদ্ভূত প্রথম মার্কিন চলচ্চিত্র তারকা হুয়াং লিউ শুয়াং

ব্রিটিশ অভিনেত্রী ও গায়িকা লিলি এলসি

1 2 3
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040