প্রাগে 'সি চিন পিং: চীনের প্রশাসন' বইটির ইংরেজি সংস্করণ বিক্রি
  2016-03-31 20:51:35  cri

মার্চ ৩১: 'চীনবিষয়ক বই বিক্রির মাস' সম্প্রতি চেকের রাজধানী প্রাগে শুরু হয়েছে। 'সি চিন পিং: চীনের প্রশাসন'সহ চীন সম্পর্কিত বিভিন্ন রকম বই প্রাগের বিমানবন্দর টার্মিনাল ভবন, শহরের কেন্দ্র ও আবাসিক এলাকার ১৬টি বইয়ের দোকানে বিক্রি করা হচ্ছে।

চীনের রাষ্ট্রীয় পরিষদের কার্যালয়ের উদ্যোগে চীনের বিদেশি ভাষা ব্যুরো ও শাংহাই প্রেস প্রকাশনা উন্নয়ন কোম্পানি এ বই বিক্রি মাস' আয়োজন করেছে।

'সি চিন পিং: চীনের প্রশাসন' এর ইংরেজি সংস্করণটি হলো এ কর্মসূচির প্রধান বই। সিআরআইয়ের সংবাদদাতা জানিয়েছেন, প্রাগের কেন্দ্র ভাচলাস্ক চত্বরের পাশে কয়েকটি বইয়ের দোকানের লক্ষণীয় স্থানে 'সি চিন পিং: চীনের প্রশাসন' বইটিকে বিশেষ গুরুত্ব দিয়ে রাখা হয়েছে। স্থানীয় সবচেয়ে বড় বই দোকানের দরজার পাশে এ বইটির নিচে উল্লেখ করা হয়েছে যে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ২৮ থেকে ৩০ মার্চ পর্যন্ত চেক সফর করেছেন। বইটির দাম প্রায় ১৪ মার্কিন ডলার।

জানা গেছে, প্রেসিডেন্ট সি'র চেক সফরে দু'দেশের প্রেসিডেন্টের উপস্থিতিতে চীনের বিদেশি ভাষা ব্যুরোর মহাপরিচালক ও চেকের পালাস্কি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রেসিডেন্ট ভবনে 'সি চিন পিং: চীনের প্রশাসন' এর চেক ভাষা সংস্করণ প্রকাশের স্মারকলিপি স্বাক্ষর করেছেন। বইটি সেপ্টেম্বরে প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

(ইয়ু / তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040