উইলিয়াম শেক্সপিয়ারের ৪০০তম মৃত্যুবার্ষিকী
  2016-03-29 09:45:55  cri
২০১৬ সাল হলো ব্রিটিশ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের ৪০০তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে আমরা এই মহান নাট্যকারকে নিয়ে কয়েকটি ধারাবাহিক অনুষ্ঠান করবো বলে আগের অনুষ্ঠানে আপনাদের জানিয়েছি। আশা করি আমাদের এ অনুষ্ঠান বন্ধুরা পছন্দ করবেন।

শেক্সপিয়ারকে নিয়ে হাজার হাজার মন্তব্যে রয়েছে। এর মধ্যে পোল্যান্ডের নাট্যতাত্ত্বিক জন কটের মন্তব্য সবচেয়ে যথার্থ। তিনি বলেছেন,'শেক্সপিয়ার সবসময় একই যুগে থাকেন'। চীনের সেন্ট্রাল ড্রামা একাডেমির বিশেষজ্ঞ সেন লিনও তাই মনে করেন। চার'শ বছর হয়েছে, কিন্তু তার প্রতিটি সৃষ্টিকর্মের রয়েছ উচ্চ পর্যায়ের মূল্যায়ন।

হ্যাঁ, আমরাও জানি, শেক্সপিয়ার কেবল একটি কালের নন, তিনি সর্বকালের সর্বসময়ের। তার সৃষ্টি প্রত্যেক লোকের জন্যই উপযুক্ত।

যদি কোনো এক লোককে প্রশ্ন করা হয়ে যে, 'to be or not to be, it is a question' বাক্যটি শুনেছে কিনা। বিশ্বাস করি, তিনি বলবেন অবশ্যই হ্যাঁ, শুনেছি। তার সাহিত্যিককর্মে আমরা প্রয়োজনীয় 'ওষুধ' খুঁজতে পারি।

১৯৪২ সালের ২২ জুলাই পোল্যান্ডের ওয়ার্শে নাত্সি বাহিনী ঘোষণায় জানায়, ওয়ার্শের সব ইহুদিকে শিবিরে পাঠানো হবে। ইহুদি মাসেল লানসি-লাগিনি তখন ইহুদি কমিটিতে কাজ করেন। তার বাগদত্তাকে শিবিরে না পাঠানোর জন্য তিনি তার সঙ্গে দ্রুত বিবাহবন্ধনে আবদ্ধ হন।

তিনি বলেন, 'সেদিন আমাদের বিয়ের অনুষ্ঠান শুধু কয়েক মিনিটের মধ্যে শেষ হয়েছে। কারণ আমাদের যথেষ্ট সময় ছিলো না।'

অনেক বছর পর অনেক বিবাহ সম্পর্কিত নাটকে অনেক জটিল অবস্থা দেখা গেছে। শেক্সপিয়ারের লেখা রচনায়ও আমরা এমন কিছু খুঁজে পাই। মানে কোনো এক নারীর বিবাহ কোনো প্রস্তুতি ছাড়াই যেন এক মুহূর্তে শেষ হয়।

আসলে শেক্সপিয়ারের লেখা মানুষের মনে এতটা গভীর ছাপ ফেলে যে, যেন আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত তার লেখায় খুঁজে পাই।

শেক্সপিয়ারের যুগ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ পর্যায়। কারণ তখন মানুষ আধুনিক জগতের সাথে সমঝোতা করা শুরু করেছে। অনেক বিষয় নিয়ে আমরা এখন চিন্তা করি, কিন্তু সেইসব চিন্তা সে যুগ থেকে শুরু হয়েছে।

বন্ধুরা, আজকের অনুষ্ঠান শেষের আগে শেক্সপিয়ারের একটি সনেটের কিছু অংশ উপভোগ করবো।

'আগামীকাল, আগামীকাল এবং আগামীকাল

প্রতিদিন আমরা একটি একটি ধাপ করে জীবনের পথে হাঁটি

হেঁটে হেঁটে আমরা জীবনের সর্বশেষ মুহূর্তে পৌছাই।

আমাদের প্রতি 'গতকাল' শুধু আগামী প্রজন্মের মানুষের জন্য তাদের মৃত্যুপথের উপর আলো দেয়'।

প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো? আপনারা যদি 'সাহিত্য ও সংস্কৃতি' বিষয়ক কোনো কিছু জানতে বা আলোচনা করতে চান, তাহলে আমাকে চিঠি লিখবেন বা ই-মেইল করবেন। আপনাদের কাছ থেকে চমত্কার পরামর্শ আশা করছি। আর আপনাদেরকে জানিয়ে রাখি, আমার ইমেইল ঠিকানা হলো, hawaiicoffee@163.com।

চিঠিতে প্রথমে লিখবেন, 'সাহিত্য ও সংস্কৃতি' অনুষ্ঠানের 'প্রস্তাব বা মতামত'। আপনাদের চিঠির অপেক্ষায় রইলাম।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। অনুষ্ঠান শোনার জন্য অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে একই দিন, একই সময় আপনাদের সঙ্গে আবারো কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়ান (জিনিয়া/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040