'বোয়াও ফোরাম' নিয়ে বাংলাদেশ বেতারের মহাপরিচালক জনাব এ কে এম নেছার উদ্দিন ভূইয়ার সাক্ষাতকার
  2016-03-28 11:10:01  cri


সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা ভালো আছেন তো? চীনের হাইনান প্রদেশের বোয়াও থেকে আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সিআরআই বাংলার আজকের 'বিদ্যাবার্তা' অনুষ্ঠানটি। সঙ্গে আছি আমি সুবর্ণা।

আজকের অনুষ্ঠানে আপনারা 'বোআও ফোরাম' সম্পর্কে বাংলাদেশ বেতারের মহাপরিচালক জনাব এ কে এম নেছার উদ্দিন ভূইয়ার সাক্ষাতকার শুনবেন।

১. জনাব নেছার উদ্দিন, আপনাকে সিআরআই বাংলার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। অনুষ্ঠানের শুরুতেই জানতে চাই, এবার কি আপনি প্রথমবারের মতো চীন সফর করছেন?

২. বাংলাদেশের সংবাদমাধ্যমের প্রতিনিধি হিসেবে এবারের বোআও ফোরামের আলোচনা বা সেমিনারে অংশগ্রহণের অনুভূতি কি?

৩.বোআও ফোরামে আপনি কি বিষয় নিয়ে ভাষণ দিয়েছেন, আমাদের শ্রোতাবন্ধুদের জন্য সে বিষয়ে কিছু বলতে পারেন?

বর্তমানে বাংলাদেশিরা বিভাবে চীন সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারেন? বাংলাদেশিদের কাছে চীনের সংস্কৃতি ও ইতিহাস জানাতে ইন্টারনেট কি কি ভূমিকা পালন করে থাকে বলে আপনি মনে করেন?

৪.এবারের ফোরামে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সংবাদমাধ্যমের প্রতিনিধির সঙ্গে আলোচনা করার পর আপনার কেমন লাগছে? আন্তঃদেশীয় মিডিয়া সহযোগিতা বিভিন্ন দেশের জন্য কি কি সুযোগ বয়ে আনতে পারে?

৫. ভবিষ্যতে চীন ও বাংলাদেশের সংবাদমাধ্যমের মধ্যে সহযোগিতা নিয়ে আপনার কোনো প্রস্তাব বা প্রত্যাশা আছে কি? যদি থাকে তাহলে আপনার সেই প্রস্তাব বা প্রত্যাশার কথা একটু বলবেন কি? এ ক্ষেত্রে আপনি কি ধরনের সহযোগিতা করতে পারেন বলে মনে করেন?

৬. চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগ বাংলাদেশে চীনের একমাত্র সরকারি সংবাদমাধ্যম হিসেবে কাজ করছে। বর্তমানে সিআরআইয়ের ওয়েবসাইট, ফেসবুক ও রেডিও অনুষ্ঠান বহুমুখী পদ্ধতিতে বাংলাদেশের শ্রোতাবন্ধুদের সেবা প্রদান করছে।

নতুন মিডিয়া যুগে সিআরআই ও বাংলাদেশ বেতার আর কি কি পদ্ধতিতে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে পারে বলে আপনি মনে করেন?

৭.এবারের বোয়াও ফোরামের জন্য সিআরআই চায়না ডটকমের বাংলা ওয়েবসাইট একটি বিশেষ কলাম তৈরি করেছে। এ ওয়েবসাইট দেখার পর আপনার কেমন লাগছে? ভবিষ্যতে চায়না ডটকম কিভাবে নতুন সুযোগ কাজে লাগিয়ে বিদেশে নিজের প্রভাব সম্প্রসারণ করতে পারে বলে আপনি মনে করেন?

৮.বোয়াও আপনার কেমন লাগছে? শ্রোতাবন্ধুদের কাছে এ সম্পর্কে আপনার অনুভূতি একটু বর্ণনা করতে পারেন?

৯. আমরা তো অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো বাংলাদেশ বেতার ও সিআরআই বাংলার শ্রোতাবন্ধুদের উদ্দেশ্যে যদি কিছু বলেন।

এতক্ষণ সিআরআই বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।(সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040