শেক্সপিয়ারের মৃত্যুর ৪০০তম বার্ষিকী
  2016-03-22 13:19:17  cri
"যদি আমাদের দেশের তরুণ-তরুণীরা পশ্চিমা খাবার পছন্দ করে, ইংরেজি বলে, ডিজনি করে, তাহলে আমাদের দেশের ঐতিহ্যিক সংস্কৃতি ও ইতিহাস কে ধরে রাখবে?"

বর্তমানে চীনের তরুণ-তরুণীদের নিজ দেশের সংস্কৃতি ও ইতিহাসের ওপর আগ্রহ কম বলে গভীর চিন্তা প্রকাশ করেছেন চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য, রেন মিন প্রকাশনার দায়িত্বশীল ব্যক্তি হুয়াং সু ইউয়ান। তিনি অনেক বছর ধরে চীনের সংস্কৃতি গবেষণা করে আসছেন।

তিনি আশা করেন, তিনি চীনাদের ডিজনি সৃষ্টি করবেন, চীনের ইতিহাস ও সংস্কৃতির একটি প্রত্যাশিত বাগান সৃষ্টি করবেন।

বর্তমানে ইতিহাস ও সংস্কৃতিকে প্রতিপাদ্য হিসেবে সে ধরনের পার্ক অনেক আছে। কিন্তু এগুলোর প্রধান লক্ষ্য শিক্ষা নয়, বাণিজ্য। হুয়াং পরিচয় করিয়ে বলেছেন, প্রাচীন অট্টালিকা পুনর্বাসন করা, এনিমেশন ও বিভিন্ন ডিজিটাল পদ্ধতির মাধ্যমে চীনের সংস্কৃতি ও ইতিহাস চীনের তরুণ-তরুণীদের কাছে তুলে ধরা হবে।

তিনি বলেন, সেই প্রত্যাশিত বাগানে চীনের সবচেয়ে প্রাচীন রাজবংশ থেকে চীন গণপ্রজাতন্ত্রের প্রতিষ্ঠা পর্যন্ত, আর এ প্রক্রিয়ায় ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তি, গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা, প্রাচীন ব্যবস্থা, প্রযুক্তি, সামরিক শক্তি, কৃষি, শিল্প, সংস্কৃতি, শিক্ষা, ধর্মসহ বিভিন্ন ক্ষেত্র দেখতে পারা যাবে।

বন্ধুরা, একটি সাংস্কৃতিক খবরের পর এখন আমরা বিখ্যাত নাট্যকার, কবি উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে একটি প্রবন্ধ শুনবো।

২০১৬ সাল হলো ব্রিটিশ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের মৃত্যুর ৪০০তম বার্ষিকী। শেক্সপিয়ার ১৫৬৪ সালের ২৬ এপ্রিল ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং ১৬১৬ সালের ২৩ এপ্রিল মৃত্যুবরণ করেন।

তিনি ৩৭টি নাটক, এক'শ ৫৪টি সনেট আর কয়েকটি দীর্ঘ বর্ণনাত্মক কবিতা ও নানারকম কবিতা লিখেছেন।

গত ৪'শ বছর ধরে শেক্সপিয়ারের সাহিত্যকর্ম জনগণের আত্মার সাথে মিশে রয়েছে। রাজনৈতিক নেতা, লেখক-লেখিকা, পরিচালক, শিল্পী এমনকি জেলখানার বন্দিরাও শেক্সপিয়ারের সেই লেখার মাধ্যমে খুঁজে পান জীবন ও জগত সম্পর্কে এক গভীর আত্ম উপলব্ধি।

৪'শ বছরে সমাজের বিপুল পরিবর্তন হয়েছে। কিন্তু শেক্সপিয়ারের সাহিত্যকর্ম পড়ে মনে হয় তিনি যেন সবসময়ের, সর্বকালের। প্রতিদিনের আমাদের জীবনের অভিজ্ঞতা, আমাদের আশা, আমাদের দুঃখ ইত্যাদি বিভিন্ন অনুভব তিনি যেন ইতোমধ্যেই তার সাহিত্যকর্মে লিখে গেছেন। তিনি আমাদের শেখান যে, কিভাবে নিজেকে পরিচিত করানো যায় আর কিভাবে এ বিশ্ব বা মানুষের মনের পরিবর্তন মোকাবিলা করা যায়।

আমরা সাধারণ মানুষ রাজা বা রাণী হতে পারবো না। কিন্তু কিং লেয়ারের বিশাল তৃণভূমিতে কান্নাকাটি করার দু:খ আর বিষণ্ণতা আমরা বুঝতে পারি। আমাদের কাছে হয়তো কোনো শত্রু নেই কিন্তু হ্যামলেটের দুর্বলতা, ভয়, মনের বৈপরীত্য ও ছাপ আমরা অনুভব করতে পারি।

শেক্সপিয়ারের অন্য বইগুলোতে আমরা খুঁজে পাই নানারকমের প্রশ্ন, নানারকমের জিজ্ঞাসা আর নানারকমের উপলব্ধি।

ওথেলো নাটকে আমরা দেখতে পাই ওথেলো তার প্রিয়তমা স্ত্রীকে খুন করছেন। আমরা দেখতে পাই ঈর্ষাপরাণ হয়ে কিভাবে অন্য এক সৈন্য নানারকম ষড়যন্ত্রে মেতে ওঠেন।

শেক্সপিয়ারের এক একটি বই যেন এক একটি আয়নার মত, সে আয়নায় আমরা আমাদের নিজের সংকটাবস্থা, দুর্ভোগ, দুর্বলতা দেখতে পাই।

তিনি আমাদের গভীর মনের গল্প লিখেছেন। প্রতিটি প্রজন্মের মনের কথা যেন বুঝতে পেরেছেন তিনি। আর সেভাবেই তিনি সাজিয়েছেন তার রচনার পটভূমি।

আমাদের পৃথিবীর সীমা আছে, কিন্তু মহান নাট্যকার শেক্সপিয়ারের সাহিত্যকর্মের কোনো সীমা নেই। তিনি আমাদের জানান, সব দুর্ভোগের মূল আমাদের মনে রয়েছে, আমরা নিজেরাই আমাদের দুর্ভোগ তৈরি করি।

শেক্সপিয়ারের সাহিত্যকর্ম অমর। তিনি তার সাহিত্যকর্মের মাধ্যমেই বেঁচে থাকবেন এ পৃথিবীতে। জীবন ও জগত সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টিসম্পন্ন শেক্সপিয়ারের রচনা আমাদের আলোড়িত করে, আমাদের ভাবায়। আমাদের এক গভীর জিজ্ঞাসার সামনে হাজির করে।

বন্ধুরা, ২০১৬ সাল হলো শেক্সপিয়ারের মৃত্যুর ৪০০তম বার্ষিকী। এ উপলক্ষ্যে আমাদের 'সাহিত্য ও সংস্কৃতি' অনুষ্ঠানে তাকে নিয়ে আমরা কয়েকটি ধারাবাহিক অনুষ্ঠান তৈরি করবো। আশা করি আপনারা তা ভীষণ পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো? আপনারা যদি 'সাহিত্য ও সংস্কৃতি' বিষয়ক কোনো কিছু জানতে বা আলোচনা করতে চান, তাহলে আমাকে চিঠি লিখবেন বা ই-মেইল করবেন। আপনাদের কাছ থেকে চমৎকার পরামর্শ আশা করছি। আর আপনাদেরকে জানিয়ে রাখি, আমার ইমেইল ঠিকানা হলো, hawaiicoffee@163.com।

চিঠিতে প্রথমে লিখবেন, 'সাহিত্য ও সংস্কৃতি' অনুষ্ঠানের 'প্রস্তাব বা মতামত'। আপনাদের চিঠির অপেক্ষায় রইলাম।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। অনুষ্ঠান শোনার জন্য অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে একই দিন, একই সময় আপনাদের সঙ্গে আবারো কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়ান (জিনিয়া/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040