এজেন্সি ফ্রান্স প্রেস এক নিবন্ধে বলেছে, দ্বাদশ জাতীয় গণকংগ্রেসের চতুর্থ অধিবেশনে 'ত্রয়োদশ পাঁচসালা পরিকল্পনা' ও দাতব্য আইন গৃহীত হয়েছে। ত্রয়োদশ পাঁচসালা পরিকল্পনা অনুযায়ী ২০২০ সালে চীনের জিডিপি ২০১৫ সালের ৬৭.৭ ট্রিলিয়ন ইউয়ান থেকে ৯২.৭ ট্রিলিয়ন ইউয়ানে উন্নীত হবে।
মার্কিন সিএসবিসি টেলিভিশনের ওয়েবসাইটে বলা হয়েছে, চীন সরকার চলতি বছর জিডিপি'র প্রবৃদ্ধির ৬.৫ শতাংশ থেকে ৭ শতাংশের মধ্যে নির্ধারণ করেছে। বিশ্ব চীনের এ লক্ষ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। তবে চীন নির্ধারিত এ লক্ষ্য বাস্তবায়ন করতে পারে।
অ্যাসোসিয়েটেড প্রেসের এক খবরে বলা হয়েছে, চীনের নেতারা সম্প্রতি অর্থনীতির স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করছে। বিশ্লেষকদের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়, চীন সরকারের কথাবার্তায় বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা ফিরে এসেছে।
(ওয়াং তান হোং/তৌ্হিদ)