চীনের দ্বাদশ জাতীয় গণকংগ্রেসের চতুর্থ অধিবেশন শেষ
  2016-03-16 18:03:24  cri

চীনের দ্বাদশ জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-র চতুর্থ অধিবেশন ১৬ মার্চ সকালে বেইজিংয়ের মহা গণভবনে শেষ হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে এনপিসি'র প্রায় ৩০০০ জন প্রতিনিধি ভোটদানের মাধ্যমে সরকারি কার্যবিবরণী, 'ত্রয়োদশ পাঁচশালা' পরিকল্পনা কর্মসূচি এবং চীনের প্রথম দাতব্য আইন অনুমোদন করেন।

সকাল ৯টায় সমাপনী অনুষ্ঠান শুরু হয়। এনপিসি'র প্রায় ৩০০০ জন প্রতিনিধি মহা গণভবনের একতলায় ভোট দেন। তারা প্রথমে সরকারি কার্যবিবরণী অনুমোদন করেন।

জানা গেছে, সরকারি কার্যবিবরণীতে ২০১৬ সালে চীন সরকারের প্রশাসনের রোডম্যাপের মোট ৬১টি বিষয় সংশোধন করা হয়েছে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে জনসাধারণের অপেক্ষাকৃত মনোযোগী বিষয়, যেমন গণপরিবহন নেটওয়ার্ক সুসম্পন্ন করা, যানজট সংস্কার করা, রিয়েল স্টেট বাজারের সুষ্ঠু পরিচালনা অগ্রসর করা ইত্যাদি।

তা ছাড়া, সংশোধিত বিষয় থেকে কিছু সংকেত প্রকাশিত হয়েছে। যেমন, 'গুণগত মান আর নির্মাণ খাতের শক্তিশালী দেশ প্রতিষ্ঠা দ্রুততর করা' এর পরিবর্তে 'গুণগত মান, নির্মাণ আর মেধাস্বত্ব খাতের শক্তিশালী দেশ প্রতিষ্ঠা দ্রুততর করা' হয়েছে। এ থেকে বোঝা যায়, চীন মেধাস্বত্বের ওপর গুরুত্বারোপ করছে।

এবারের অধিবেশনের এক গুরুত্বপূর্ণ ফলাফল হিসেবে সমাপনী অনুষ্ঠানে 'ত্রয়োদশ পাঁচশালা' পরিকল্পনা কর্মসূচি অনুমোদিত হয়েছে। এটি হবে পরবর্তী পাঁচ বছরে চীনের আর্থ-সামাজিক উন্নয়নের স্পষ্ট নির্দেশনা।

এনপিসি'র স্থায়ী কমিটির চেয়ারম্যান চাং দে চিয়াং সমাপনী অনুষ্ঠানে বলেন, "ত্রয়োদশ পাঁচশালা পরিকল্পনা কর্মসূচিতে পরবর্তী পাঁচ বছরের দেশ উন্নয়নের মহান প্রতিচিত্র বর্ণিত হয়েছে। এটি হচ্ছে সার্বিকভাবে সচ্ছল সমাজ প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ উপদেশমূলক দলিল। আমরা সাধারণ সম্পাদক সি চিন পিংকে কেন্দ্র করে পার্টির কেন্দ্রীয় কমিটির দৃঢ় নেতৃত্বে সার্বিকভাবে ত্রয়োদশ পাঁচশালা পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়ন করবো। উন্নয়ন হবে আমাদের প্রথম গুরুত্বপূর্ণ কর্তব্য। উদ্ভাবন, সমন্বয়, সবুজ, উন্মুক্ত আর একসাথে উপভোগ করার নতুন উন্নয়নের ধারণা স্থাপন ও কার্যকর করবো। অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, সমাজ, সভ্যতা ও পার্টি প্রতিষ্ঠার কাজ সমন্বয় করে এগিয়ে নিয়ে যাবো, যাতে সময়মতো সচ্ছল সমাজ প্রতিষ্ঠা নিশ্চিত করা যায় এবং দ্বিতীয় এক শ'বছর সংগ্রামের লক্ষ্য আর চীনা জাতির মহান পুনরুত্থানের চীনা স্বপ্ন বাস্তবায়নের জন্য মজবুত ভিত্তি স্থাপন করা যায়।"

এ দিনের অধিবেশনে ভোটদানের মাধ্যমে চীনের প্রথম দাতব্য আইন গৃহীত হয়েছে। খসড়ার তুলনায় এ আইনে অনেক সংশোধন আনা হয়েছে। এ থেকে প্রতিপন্ন হয়েছে, প্রতিনিধিরা গুরুত্বের সাথে জনগণের দেওয়া দায়িত্ব পালন করেন।

চাং দে চিয়াং বলেন, "এ অধিবেশনে গৃহীত দাতব্য আইন হচ্ছে চীনের দাতব্য ব্যবস্থা প্রতিষ্ঠার এক মৌলিক ও সার্বিক আইন। এটি সমাজতান্ত্রিক কেন্দ্রীয় মূল্যবোধ আর চীনা জাতির ঐতিহ্যবাহী নৈতিকতা প্রচার ও চীনের দাতব্য ব্রতের সুষ্ঠু উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ আইনগত নিশ্চয়তা দেবে। আমরা ভালোভাবে দাতব্য আইন শিখবো এবং ব্যাপকভাবে প্রচার করবো। এ আইন কার্যকর করার আগের নানা প্রস্তুতিমূলক কাজ করবো, যাতে দাতব্য আইন কার্যকর করার সুযোগে চীনের দাতব্য ব্রতের বিকাশ আর আইনানুসারে প্রশাসনের নতুন পর্যায় উন্নীত হবে।"

সমাপনী অনুষ্ঠানে পরিকল্পনা রিপোর্ট, বাজেট রিপোর্ট, এনপিসি'র স্থায়ী কমিটির কার্যবিবরণী, সর্বোচ্চ গণআদালত আর সর্বোচ্চ গণঅভিশংক বিষয়ক রিপোর্ট অনুমোদিত হয়েছে। (ইয়ু/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040