চীনের 'ত্রয়োদশ পাঁচসালা পরিকল্পনা' গৃহীত হয়েছে
  2016-03-16 16:52:25  cri
মার্চ ১৬: চীনের দ্বাদশ জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-র চতুর্থ সম্মেলনে ২৭৭৮ ভোটে 'ত্রয়োদশ পাঁচসালা পরিকল্পনা' গৃহীত হয়েছে। তা থেকে বোঝা যায়, আগামী ৫ বছরে চীন সার্বিকভাবে সচ্ছল সমাজ গঠনের জন্য নিরলস প্রচেষ্টা চালাবে।

এ পরিকল্পনায় চীনের অর্থনীতি ও সমাজের উন্নয়ন নিয়ে স্পষ্ট লক্ষ্যমাত্রা উত্থাপিত হয়েছে। যেমন অর্থনীতির মাঝারি ও দ্রুতগতির প্রবৃদ্ধি, উদ্ভাবনের মাধ্যমে উন্নয়ন বাস্তবায়ন করা, জনগণের জীবনযাপনের মান ব্যাপকভাবে উন্নত করা, নাগরিকদের গুণাবলী ও সমাজের সভ্যতার মান স্পষ্ট উন্নত করা, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করা ইত্যাদি।

২০২০ সালে চীনের জিডিপির পরিমাণ এবং শহর ও গ্রামাঞ্চলের নাগরিকদের আয় ২০১০ সালের দ্বিগুণ হবে, অর্থনৈতিক প্রবৃদ্ধির বার্ষিক হার ৬.৫ শতাংশেরও বেশি হবে বলে উল্লেখ করা হয়েছে পরিকল্পনায়। (সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040