মার্চ ১৬: চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। দু'দেশের বাণিজ্যের পরিমাণ ৫৬ হাজার কোটি মার্কিন ডলার। দু'দেশের যৌথ স্বার্থ দিন দিন বাড়ছে এবং এভাবে মতভেদের তুলনায় পারস্পরিক স্বার্থ বেশি প্রতিফলিত হচ্ছে। আজ (বুধবার) চীনের দ্বাদশ জাতীয় গণকংগ্রেসের চতুর্থ অধিবেশন শেষে এক সাংবাদিক সম্মেলনে চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং এ কথা বলেছেন।
লি খ্য ছিয়াং বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের সুষ্ঠু উন্নয়নের জন্য সমতা ও পারস্পরিক কল্যাণের ভিত্তিতে দ্বিপক্ষীয় বিনিয়োগ বৈঠক জোরদার করা উচিত।
তিনি আরও বলেন, দু'দেশের যৌথ স্বার্থ আরও বাড়বে বলে বিশ্বাস করে চীন। চীন-যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার করা দু'দেশের জন্যই কল্যাণকর বলেও মন্তব্য করেন লি খ্য ছিয়াং।
(ওয়াং তান হোং/তৌহিদ)