guangying
|
নাটক, নাটকের কর্মশালা ও সেমিনারের জন্য তিনি দক্ষিণ কোরিয়া, রাশিয়া, ব্রিটেন, সংযুক্ত আরব আমিরাত ও ভারত সফর করেছেন।
তার লেখা নাটক বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন নাটকের দলের প্রযোজনা হিসেবে বিভিন্ন স্থানে মঞ্চায়িত হয়েছে।
সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের চণ্ডালিকা, চিত্রাঙ্গদা ও ডাকঘর নাটক অবলম্বনে তিনি 'প্রকৃতি, চিত্রা ও অমলের চাড়ালনামা' নামের একটি নাটক নির্দেশনা দেন। নাটকটি বিনির্মাণমূলক সৃজনপ্রক্রিয়ায় পুনর্নির্মাণ করেন তিনি।
নাটকটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে এবং ভারতের কোলকাতা ও বিশ্বভারতীতে দক্ষিণ এশিয়া রবীন্দ্র উত্সবে প্রদর্শিত হয়।
এ ছাড়া, এবারের অমর একুশে বইমেলায় তার লেখা নাটক 'অশেষকৃত্য' বই আকারে বের হয়।
বন্ধুরা, আমাদের এ অনুষ্ঠান সম্পর্কে আপনারা কোনো মতামত বা অনুভূতি প্রকাশ করতে চাইলে অবশ্যই ইমেইল পাঠাবেন। ইমেইল ঠিকানা lyyui@cri.com.cn এবং ben@cri.com.cn। দয়া করে দু'টো ঠিকানাতেই ইমেইল পাঠাবেন। সবাই ভালো থাকুন।
'আলোছায়া' পরিবেশনায় লিলি লাবণ্য ও এনামুল হক টুটুল।