দক্ষিণ চীনের বিভিন্ন অঞ্চলে ফুটেছে চেরিফুল
  2016-03-16 10:07:34  cri
বসন্তকালে চেরিফুল দেখা ও তার ছবি তোলা দারুণ উপভোগ্য একটি বিষয়। সম্প্রতি, শীতের তীব্রতা কমে যাওয়ায় তাপমাত্রা ক্রমেই বাড়ছে। এ সময় রুক্ষ প্রকৃতি বসন্তের ছোঁয়ায় প্রাণবন্ত হয়ে ওঠে। আর এ পরিবর্তন শুরু হয় দক্ষিণ চীন থেকে। ইতোমধ্যে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় চেরিফুল ফুটেছে। চমত্কার এসব ফুল দেখতে ভিড় করছেন পর্যটকরা।

এখন আপনাদের নিয়ে যাব, চীনের ইয়ুন নান প্রদেশের খুন মিং শহরের ইউয়ান থং শান পার্কে। এখানে ইউয়ান রাজবংশের সময় চেরিগাছ রোপণ করা হয়। বর্তমান সারা শহরে প্রায় ১০ হাজার চেরিগাছ আছে।

হুনান প্রদেশের ফরেস্ট পার্কে হাজার হাজার চেরিগাছে ফুল ফুটেছে।

হুপেই প্রদেশের উহানের ইস্ট লেক পার্কে 'চেরিফুল উত্সব' চলছে। ইস্ট লেক চেরিফুল পার্কে ৫৬ ধরনের ১০ হাজারও বেশি চেরিফুলের গাছ রয়েছে। এটি বিশ্বের তিনটি গুরুত্বপূর্ণ চেরিফুল পার্কের মধ্যে অন্যতম।

(তুহিনা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040