সরকারি কর্মরিপোর্ট, জাতীয় অর্থনীতি ও সমাজের উন্নয়ন সম্পর্কিত ত্রয়োদশ পাঁচসালা পরিকল্পনার কার্যক্রম, ২০১৫ সালের জাতীয় অর্থনীতি ও সমাজের উন্নয়ন পরিকল্পনার কার্যকর অবস্থা, ২০১৫ ও ২০১৬ সালের চীনের কেন্দ্রীয় সরকার ও প্রাদেশিক সরকারের বাজেট, এনপিসি'র স্ট্যান্ডিং কমিটির কর্মরিপোর্ট, সর্বোচ্চ আদালতের কর্মরিপোর্ট, সর্বোচ্চ অভিশংসক দপ্তরের কর্মরিপোর্টসহ ৭টি খসড়া প্রস্তাব এবং দাতব্য আইনের খসড়া নিয়ে ভোটগ্রহণ হবে সম্মেলনে।
সমাপনী অনুষ্ঠানের পর চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং মহা গণভবনে দেশ বিদেশের সংবাদদাতাদের সাক্ষাতকার দেবেন। (সুবর্ণা/টুটুল)