মার্চ ১৫: চীনের দ্বাদশ জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-র চতুর্থ সম্মেলনের চেয়ারম্যানদলের দ্বিতীয় অধিবেশন আজ (মঙ্গলবার) সকালে বেইজিংয়ে মহা গণভবনে আয়োজিত হয়।
এনপিসি'র স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান চাং দ্য চিয়াং এ অধিবেশনে সভাপতিত্ব করেন।
এনপিসি'র আইন কমিটির প্রধান ছিয়াও সিয়াও ইয়াং দাতব্য আইনের খসড়ার সংশোধন প্রস্তাব নিয়ে রিপোর্ট পেশ করেন।
অধিবেশনে এনপিসি'র স্ট্যান্ডিং কমিটির কর্মরিপোর্ট, সর্বোচ্চ আদালতের কর্মরিপোর্ট, সর্বোচ্চ অভিশংসক দফতরের কর্মরিপোর্টের পর্যালোচনা ও সংশোধন প্রস্তাব নিয়ে রিপোর্ট পেশ করা হয়।
দাতব্য আইনের খসড়া প্রস্তাব এবং সংশ্লিষ্ট কর্মরিপোর্ট এনপিসি'র চেয়ারম্যানদলের তৃতীয় অধিবেশনে পর্যালোচনা করা হবে। (সুবর্ণা/টুটুল)