ভুটানের রাজা-রাণীর প্রথম সন্তানের জন্ম উপলক্ষ্যে এক লাখ ৮০ হাজার চারাগাছ রোপণ
  2016-03-15 17:52:31  cri

ভুটানের রাজা, রাণী ও রাজকুমার

মার্চ ১৫: ভুটানের রাজা জিগমে খেসার নামগয়েল ওয়াংচুক ও রাণী জেটসান পেমার প্রথম সন্তানের জন্ম উপলক্ষ্যে দেশটিতে এক লক্ষ ৮০ হাজার চারাগাছ রোপণ করা হয়েছে। রাজপরিবারে নতুন অতিথির জন্ম হয় গত ৫ ফেব্রুয়ারি। জন্মের এক মাস পর বৃক্ষরোপণ উত্সব পালন করা হলো।

বৃক্ষরোপণ অনুষ্ঠান শিশু রাজকুমারের জন্য প্রার্থনাসূচক। রাজকুমারের নামে রোপিত প্রতিটি চারাগাছের মাধ্যমে তার দীর্ঘ ও সুখী জীবন কামনা করা হয়েছে। বৌদ্ধ ধর্মে ১০৮ সংখ্যাটিকেও পবিত্র জ্ঞান করা হয়।

রাজকুমারের জন্ম উপলক্ষ্যে রাজধানী থিম্পুতে একটি 'সুখী বাগান'-এর উদ্বোধনও করা হয়। এ বাগানে বৃক্ষরোপণ করতে বিদেশি পর্যটকদের আহ্বান জানানো হয়েছে। আশা করা হচ্ছে, প্রতিটি দেশের অন্তত একজন নাগরিক এ বাগানে চারাগাছ রোপণ করবেন।

উল্লেখ্য, ভুটান বৌদ্ধ ধর্মাবলম্বীঅধ্যুষিত দেশ। আর বৌদ্ধ ধর্মে গাছকে জীবনদাতা হিসেবে গণ্য করা হয়। আইন অনুসারে, দেশের ভূখণ্ডের অন্তত ৬০ শতাংশ বনাঞ্চল থাকতে হবে। ভুটানে বর্তমানে ৭৫ শতাংশ ভূমিতে বন রয়েছে। (ইয়ু/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040