চীনে গ্রামীণ শ্রমিকদের শহরে বাড়ি কেনার সুপ্ত ক্ষমতা বেশি: চেন চাং কাও
  2016-03-15 17:31:05  cri

মার্চ ১৫: চীনে গ্রামীণ শ্রমিকদের শহরে বাড়ি কেনার সুপ্ত ক্ষমতা তুলনামূলকভাবে বেশি। দেশটির গৃহায়ন ও পল্লী উন্নয়ন মন্ত্রী চেন চাং কাও আজ (মঙ্গলবার) বেইজিংয়ে দ্বাদশ জাতীয় গণকংগ্রেসের চতুর্থ অধিবেশনের এক সাংবাদিক সম্মেলনে এ মন্তব্য করেন।

তিনি বলেন, বেশকিছু মাঝারি ও ছোট নগরে গ্রামীণ শ্রমিকরা বর্তমানে ৩০ শতাংশ বাড়ির মালিক। জেলা পর্যায়ে এ সংখ্যা ৫০ শতাংশ বা তারচেয়ে বেশি হতে পারে।

তিনি জানান, বর্তমানে বিভিন্ন ব্যাংক গ্রামীণ শ্রমিকদের শহরে বাড়ি কেনার জন্য ঋণ দিচ্ছে। কেবল জানুয়ারি মাসেই দেশের কৃষি ব্যাংক বাড়ি কেনার জন্য ৫৪ হাজার গ্রামীণ শ্রমিকপরিবারকে ১৭০০ কোটি ইউয়ান ঋণ দিয়েছে।

চেন চাং কাও আরও বলেন, বাড়ি ক্রয়ে সক্ষম গ্রামীণ শ্রমিকদের শহরে প্রয়োজন। কারণ, এতে শহরে কর্মক্ষম লোকের সংখ্যা বাড়বে। তাই গ্রামীণ শ্রমিকদের শহরে বাড়ি কিনতে উত্সাহ দেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে তাদের জন্য সুবিধাজনক নীতি চালুর পাশাপাশি, শহরে তাদের কর্মসংস্থান ও মৌলিক গণসেবা নিশ্চিত করাও প্রয়োজন। বিশেষ করে তাদের শিশুদের স্কুলে ভর্তির সমস্যা সমাধান করতে হবে। (ইয়ু/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040