চীনের 'দুটি অধিবেশন'-এর উপর বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাত্কার
  2016-03-15 09:37:22  cri


প্রিয় বন্ধুরা,

চলতি বছর ৩ ও ৫ মার্চ বেইজিংয়ের মহা গণভবনে শুরু হয়েছে 'দুটি অধিবেশন' তথা চীনের দ্বাদশ গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি) ও জাতীয় গণ কংগ্রেস (এনপিসি)-এর চতুর্থ অধিবেশন।

এই অধিবেশনে "ত্রয়োদশ পাঁচশালা পরিকল্পনা"র খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা-পর্যালোচনা হচ্ছে। প্রতি বছর এ দুটি অধিবেশনকে ঘীরে চীনের পদক্ষেপের ওপর নজর রাখে সারা বিশ্ব। বাংলাদেশের জনগণও এ দুটি অধিবেশনের ওপর গুরুত্বের সাথে নজর রেখেছে।

বাংলাদেশের জনগণ হিসেবে তাঁরা কি ভাবছেন, তাদেঁর প্রত্যাশা কি? তা আমরা বিশেষ একটি সাক্ষাৎকারের মাধ্যমে জানার চেষ্টা করেছি। আমরা কথা বলেছি, সাবেক কূটনৈতিক, রাজনীতিবিধ, সাংবাদিক, ব্যবসায়ী, মৈত্রী সমিতির নেতৃবৃন্দ এবং কয়েকজন শ্রোতার সাথে।

দিদারুল ইকবাল

চীন আন্তর্জাতিক বেতার

বাংলাদেশ।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040