'সাহিত্য ও সংস্কৃতি'--০৩১৪
  2016-03-15 14:19:27  cri

আর এ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু ওয়াং ছুই ইয়াং জিনিয়া।

প্রথমেই সাংস্কৃতিক বিনিময়বিষয়ক কয়েকটি খবর শোনাবো।

রাশিয়ার সরকারি তথ্য ওয়েবসাইটে প্রকাশিত খবর থেকে জানা গেছে, রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ ৭ মার্চ '২০১৬-২০১৭ চীন-রাশিয়া বিনিময় বর্ষ' অনুষ্ঠানের সাংগঠনিক কমিটি প্রতিষ্ঠার নির্দেশপত্রে স্বাক্ষর করেন।

মেদভেদেভ বলেন, রাশিয়া চীনের সাংগঠনিক কমিটির সঙ্গে যৌথভাবে দু'দেশের বিনিময় বর্ষের প্রধান অনুষ্ঠানের পরিকল্পনা, গবেষণা ও তা নিশ্চিত করবে।

রাশিয়ার এবারের এ সাংগঠনিক কমিটির প্রেসিডেন্ট হলেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ওলগা গোলোদেতস। এ কমিটিতে মোট ৪০জন সদস্য রয়েছেন। তারা রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয়, সরকারি কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আঞ্চলিক সরকারের কর্মকর্তা।

২০১৫ সালের ৮ মে মাসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যৌথভাবে 'চীন-রাশিয়া বিনিময় বছর' আয়োজনের ঘোষণা দেন। দু'দেশের সহযোগিতার আরো উন্নয়নে এই ঘোষণা দেন তারা।

এবার ফ্রান্সের খবর:

দ্বিতীয় 'সুস্বাদু ফ্রান্স' অনুষ্ঠান ২১ মার্চ শুরু হবে। বিশ্বের বিভিন্ন অঞ্চলের ১হাজার ৫'শ ডাইনিং হলের খাবার সেদিন ফরাসি নৈশভোজে প্রকাশিত হবে। যাতে স্থানীয় লোকেরা ও পর্যটকরা সুস্বাদু ফরাসি খাবার উপভোগ করতে পারবেন।

এ অনুষ্ঠানের স্বাগতিক দেশ হিসেবে চীনে ফ্রান্সের দূতাবাস ১০ মার্চ বেইজিংয়ে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে।

সাংবাদিক সম্মেলনে ফরাসি রাষ্ট্রদূত বলেন, গত বছরে মার্চ মাসে প্রথম 'সুস্বাদু ফ্রান্স' অনুষ্ঠান সাফল্যের সঙ্গে আয়োজিত হয়। বিশ্বের এক লাখেরও বেশি লোক ১ হাজার ৩'শরও বেশি ডাইনিং হলের ফরাসি খাবারের স্বাদ গ্রহণ করেন।

কিন্তু এবারের অনুষ্ঠান গত বছরের চেয়ে ভিন্ন। গত বছর ডাইনিং হলের পর্যায় ছিলো খুবই উচ্চ। চলতি বছর 'সুস্বাদু ফ্রান্স'র লক্ষ্য হলো ফ্রান্সের গ্রামাঞ্চল বা পরিবারের সাধারণ সুস্বাদু খাবারের পরিচয় করিয়ে দেওয়া।

তিনি আশা করেন, এবারের এ অনুষ্ঠানের মাধ্যমে লোকজন ফরাসি খাবারের অসাধারণ সব চমত্কার বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবেন।

জানা গেছে, বেইজিং, শাংহাই, কুয়াং চৌ, ছেং তু ও হংকংসহ চীনের মোট ৬৪টি ডাইনিং হল এবারের এ অনুষ্ঠানে অংশ নেবে।

এবারে আমরা ভারতে যাবো।

চীনের তুনহুয়াং গবেষণালয় এবং ভারতের সোমাইয়া কলেজ ১ মার্চ মুম্বাইয়ে একটি প্রস্তর গুহাবিষয়ক সাংস্কৃতিক ফোরাম আয়োজন করে। দু'দেশের বিশেষজ্ঞরা বৌদ্ধধর্মের প্রস্তর গুহা নিয়ে সাংস্কৃতিক বিনিময় করেন।

তুনহুয়াং গবেষণালয়ের প্রেসিডেন্ট ওয়াং স্যু তুং চীনের মোকাও গুহা এবং ভারতের অজন্তা গুহা নিয়ে আলোচনা করেন। প্রস্তর গুহার গবেষণা ও রক্ষা, পুরাকীর্তির ডিজিটালাইজেশন ও বৌদ্ধধর্মের ললিতকলার ইতিহাস সম্বন্ধে তুনহুয়াং গবেষণালয়ের ফলাফল তুলে ধরেন ওয়াং।

তিনি বলেন, চীন ও ভারতের বৌদ্ধধর্মের প্রস্তর গুহা নিয়ে দু'পক্ষ অনেক কিছু জানতে পেরেছেন এবং আরো জানতে হবে। তিনি তুনহুয়াংয়ে চীনা বিশেষজ্ঞদের সঙ্গে বিনিময়ের জন্য ভারতীয় বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানান।

সোমাইয়া কলেজের বৌদ্ধধর্ম কেন্দ্রের পরিচালক, ভারতের পালি ভাষা গবেষণাবিষয়ক বিশেষজ্ঞ, প্রত্নতত্ত্ববিদ এবং অজন্তা গুহা রক্ষাবিষয়ক পরিকল্পনার দায়িত্বশীল ব্যক্তিসহ ৩০জনেরও বেশি ভারতীয় বিশেষজ্ঞ চীনের বিশেষজ্ঞদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সাংস্কৃতিক বিনিময় করেন।

এবার শ্রীলংকাবিষয়ক খবর।

শ্রীলংকার জাতীয় নীতি ও অর্থনীতিবিষয়ক উপমন্ত্রী নিরোশান পেরেরার নেতৃত্বে একশ' সদস্যের একটি যুবপ্রতিনিধিদল সম্প্রতি চীন সফর করেন। অল-চায়না ইয়ুথ ফেডারেশনের আমন্ত্রণে লঙ্কান প্রতিনিধিদলটি চীন সফর করেন।

লঙ্কান প্রতিনিধিদলটির জন্য আয়োজিত এক অভ্যর্থনা-ভোজসভায় অল-চায়না ইয়ুথ ফেডারেশনের ভাইস চেয়ারম্যান চৌ ছাং কুই বলেন, চীন ও শ্রীলংকার তরুণ-তরুণীরা দু'দেশের ভবিষ্যত ও আশার প্রতিনিধিত্ব করে। তিনি এসময় দু'দেশের যুবসমাজের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বিনিময় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

নিরোশান পেরেরা এ-সফরকে মূল্যবান ও গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জনের সুযোগ হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, যুবসমাজের জন্য সুন্দর ভবিষ্যত সৃষ্টির লক্ষ্যে, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় তার দেশ।

লঙ্কান প্রতিনিধিদলটি চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করে।

প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো? আপনারা যদি 'সাহিত্য ও সংস্কৃতি' বিষয়ক কোনো কিছু জানতে বা আলোচনা করতে চান, তাহলে আমাকে চিঠি লিখবেন বা ই-মেইল করবেন। আপনাদের কাছ থেকে চমত্কার পরামর্শ আশা করছি। আর আপনাদেরকে জানিয়ে রাখি, আমার ইমেইল ঠিকানা হলো, hawaiicoffee@163.com।

চিঠিতে প্রথমে লিখবেন, 'সাহিত্য ও সংস্কৃতি' অনুষ্ঠানের 'প্রস্তাব বা মতামত'। আপনাদের চিঠির অপেক্ষায় রইলাম।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। অনুষ্ঠান শোনার জন্য অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে একই দিন, একই সময় আপনাদের সঙ্গে আবারো কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়ান (জিনিয়া/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040