মার্চ ১৪: অনলাইনে ট্যাক্সি ডাকার বিরোধিতা করবেন না এবং উদ্ভাবনী বিষয়ের উন্নয়নে সমর্থন করার পাশাপাশি সুশৃঙ্খল চলাচলের জন্য নীতিমালা প্রণয়ন করবেন বলে জানিয়েছেন চীনের যোগাযোগমন্ত্রী ইয়াং ছুয়ান থাং।

আজ (সোমবার) চীনের দ্বাদশ জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-র চতুর্থ অধিবেশনের এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন তিনি।
ইয়াং ছুয়ান থাং আরো বলেন, চীন সরকার সক্রিয়ভাবে ইন্টারনেট ও যাতায়াত ব্যবস্থার সংমিশ্রণে প্রচেষ্টা চালায়। এ ছাড়া, চীন সরকার যোগাযোগ ব্যবস্থার প্রশাসনের আধুনিকায়ন বাস্তবায়ন করবে বলেও জানান তিনি।
তিনি উল্লেখ করেন, চীন সরকার যাত্রীদের ব্যক্তিগত ও বহুমুখী পরিসেবা প্রদান করার জন্য আইন প্রণয়ন করেছে। এই আইনের মাধ্যমে অনলাইনে ডাকা ট্যাক্সির বৈধ চলাচলের অধিকার বাস্তবায়িত হয়েছে। (সুবর্ণা/টুটুল)






