মার্চ ১৪: চীনের দ্বাদশ গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-র চতুর্থ অধিবেশন আজ (সোমবার) মহা গণভবনে সমাপ্ত হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংসহ চাং দ্য চিয়াং, লিউ ইউয়ুন শান, ওয়াং ছি শান, চাং কাও লি, ইউ চেং শেং এবং সিপিপিসিসি'র স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। (সুবর্ণা/টুটুল)