মার্চ ১৪: ২০২০ সালে চীনের শহরাঞ্চলে নতুন জ্বালানিচালিত বাসের সংখ্যা হবে ২ লাখ। চীনের পরিবহন মন্ত্রণালয়ের সেবা বিভাগের প্রধান লিউ সিয়াও মিং আজ (সোমবার) বেইজিংয়ে দ্বাদশ জাতীয় গণকংগ্রেসের চতুর্থ অধিবেশনের এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, গণপরিবহন খাতের উন্নয়ন চীনের অন্যতম প্রধান রাষ্ট্রীয় কৌশল।
লিউ সিয়াও মিং বলেন, নগরায়ন, আধুনিকায়ন, ও যান্ত্রিকীকরণ প্রক্রিয়ার দ্রুত অগ্রগতির সাথে তাল মিলিয়ে, দেশের শহরাঞ্চলে যেমন যানজট বাড়ছে, তেমনি পরিবেশও দূষিত হচ্ছে। এ সমস্যা সমাধানের উপায় হচ্ছে গণপরিবহন খাতের উন্নয়নে কাজ করা এবং সাধারণ মানুষকে ব্যক্তিগত যানের চেয়ে পাবলিক বাসে চড়তে বেশি আগ্রহী করে তোলা।
তিনি আরও বলেন, গত তিন বছরে নতুন জ্বালানিচালিত গাড়ি বেইজিং, শাংহাই, শেনচেন ও চিনানসহ বিভিন্ন শহরে দ্রুত বিকশিত হয়েছে। চীনে এখন ৫০ হাজার নতুন জ্বালানিচালিত বাস আছে। ভবিষ্যতে নতুন জ্বালানিচালিত গাড়ি, দূষণমুক্ত জ্বালানিচালিত বাস এবং মিশ্র জ্বালানিচালিত বাসের দ্বারা গোটা গণপরিবহনব্যবস্থাকে ঢেলে সাজানো হবে বলেও তিনি জানান। (ইয়ু/আলিম)