তিনি বলেন, চীনের 'দু'টি অধিবেশন' এক নতুন ধরণের গণতন্ত্রের গুরুত্বপূর্ণ উপাদান, যা বিশ্বের অন্যান্য দেশ ও সমাজের কাছে তথাকথিত গণতন্ত্রের বিকল্প হতে পারে।
আলোচনায় 'এক অঞ্চল, এক পথ' সম্পর্কে তিনি বলেন, চীনের ত্রয়োদশ পাঁচসালা পরিকল্পনায় এ কৌশলটির উল্লেখ বৈশ্বিক উন্নয়নে দেশটির নতুন চিন্তাধারার প্রতীক। এ কৌশল সংশ্লিষ্ট সকল দেশের জন্য কল্যাণ বয়ে আনবে।
তিনি আরও বলেন, 'এক অঞ্চল, এক পথ' কৌশল বাস্তবায়ন ও চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর নির্মাণের গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে। ভবিষ্যতে চীনের উন্নয়ন-ধারণায় সৃজনশীলতা, প্রযুক্তি, ও সামগ্রিকতা প্রাধান্য পাবে বলেও তিনি মন্তব্য করেন। (ওয়াং তানহোং/আলিম)