নিম্ন-কার্বন উন্নয়ন এগিয়ে নেওয়া উচিত্: সিপিপিসিসি'র সদস্য সিয়ে চেন হুয়া
  2016-03-11 10:58:39  cri
মার্চ ১১: বিশ্বের বৃহত্তম উন্নয়নশীল দেশ এবং দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক সত্তা ও সবচেয়ে বেশি কার্বন-নির্গমনকারী দেশ হিসেবে চীনের গ্রিনহাউস গ্যাসের নির্গমনের পরিমাণ অল্প সময়ে পরিবর্তন করা সম্ভব নয়। এক্ষেত্রে চীন অনেক চাপের সম্মুখীন। তবে নিম্ন-কার্বন উন্নয়ন এগিয়ে নেওয়া উচিত্‌। চীনের দ্বাদশ গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন বা সিপিপিসিসি'র সদস্য সিয়ে চেন হুয়া চতুর্থ অধিবেশনের দ্বিতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে এসব কথা বলেছেন।

তিনি বলেন, সক্রিয়ভাবে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় 'উন্নয়নের পাঁচটি ধারণা' ও 'দুই শতাব্দীর' লক্ষ্য বাস্তবায়ন ছাড়াও, বিশ্বের প্রশাসন ও মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তোলার দায়িত্ব রয়েছে।

সিয়ে চেন হুয়া বলেন, চীন ২০২০ সালে জিডিপি'র প্রতি ইউনিট কার্বন-ডাই-অক্সাইড নির্গমনের হার নির্ধারণ করেছে যা ২০০৫ সালের তুলনায় ৪৫ শতাংশ কম। এ লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলার ক্ষেত্রে আইন প্রণয়নের কাজ এগিয়ে নিতে বিদেশের অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শও দেন তিনি।

(লিলি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040