দক্ষিণ এশিয়ার জন্য উন্মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করতে চায় তিব্বত
মার্চ ৯: চীনের তিব্বতে আরও সহনশীল, উন্মুক্তকরণ ও সহযোগিতামূলক নীতিগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং দক্ষিণ এশিয়ার জন্য আরও উন্মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করতে চায় অঞ্চলটি। আজ (বুধবার) বেইজিংয়ে চীনের জাতীয় গণকংগ্রেসের প্রতিনিধি ও তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের চেয়ারম্যান লুও সাংচিয়াংচুন এ কথা বলেছেন। তিনি বলেন, তিব্বতকে দক্ষিণ এশিয়ামুখী গুরুত্বপূর্ণ জানালা হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে চীন সরকার। চীনের অর্থনীতি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের অর্থনীতির পরিপূরক এবং এর বিশাল উন্নয়নের সম্ভাবনা রয়েছে। ২০১৫ সালে চীন 'সিল্ক রোডবিষয়ক অর্থনৈতিক অঞ্চল ও ২১ শতকের সামুদ্রিক সিল্ক রোড গঠনের অভিযান শুরু করেছে। এতে তিব্বতও অন্তর্ভুক্ত হয়েছে। তিনি আরও বলেন, তিব্বত দক্ষিণ এশিয়ামুখী গুরুত্বপূর্ণ অঞ্চলে পরিণত হয়ে চীন ও এশিয়ার দেশগুলোর মধ্যে সড়ক ও আকাশপথে যোগাযোগ গড়ে তুলবে। (ওয়াং তান হোং/তৌহিদ)