চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য চৌ চিয়েন পিং গতকাল (মঙ্গলবার) সিনহুয়া বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাত্কারে এ সব তথ্য জানান।
তিনি জানান, চলতি বছরের মাঝামাঝি সময় থেকে আগামী বছরের প্রথমার্ধ পর্যন্ত চীন মনুষ্যবাহী মহাকাশ গবেষণাগারসংক্রান্ত কর্মসূচি বাস্তবায়ন করবে। তিনি আরও জানান, চলতি বছর চীনের মনুষ্যবাহী মহাকাশযান প্রকল্প নতুন পর্যায়ে প্রবেশ করেছে। এ প্রকল্পের আওতায় 'থিয়েনকুং-২'-এ বেশ কয়েকটি পরীক্ষা চালানোর সক্ষমতাও অর্জিত হয়েছে। (লিলি/আলিম)