'সাহিত্য ও সংস্কৃতি'--০৩০৮
  2016-03-09 08:45:37  cri
গত ২৯ ফেব্রুয়ারি বেইজিংয়ে '২০১৬ চীন-মার্কিন পর্যটন বছর'-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে এক অভিনন্দনবাণী পাঠান চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

বাণীতে তিনি বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের যৌথভাবে আয়োজিত '২০১৬ চীন-মার্কিন পর্যটন বছর' হলো গত বছর তার যুক্তরাষ্ট্র সফরের একটি ফলাফল। চীন সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি এ পর্যটন বছরের উদ্বোধনে আন্তরিক অভিনন্দন জানান।যুক্তরাষ্ট্রের বন্ধুদের স্বাগত জানান তিনি।

তিনি বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৭ বছরে দু'দেশের সম্পর্কের ঐতিহাসিক উন্নয়ন অর্জিত হয়েছে। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুগুলোতে দু'দেশের কার্যকর সহযোগিতা রয়েছে, যা দু'দেশের জনগণের জন্য কল্যাণকর। তা ছাড়া, এই সহযোগিতা বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা এগিয়ে নিয়ে যাবে।

তিনি আশা করেন, দু'দেশের মৈত্রী আরো গভীর হবে। এবারের পর্যটন বছরের সুযোগ কাজে লাগিয়ে দু'দেশের সাংস্কৃতিক বিনিময় আরো উন্নত হবে।

বন্ধুরা, গত সপ্তাহে আমি বলেছিলাম যে, আমি আপনাদের কাছে চীনা কবিদের কবিতার পরিচয় তুলে ধরবো। সে কথা আমি মনে রেখেছি। আজ আমি আপনাদের কাছে চীনের থাং ও সুং রাজবংশের দু'জন বিখ্যাত কবির কবিতার সঙ্গে পরিচয় করিয়ে দেবো। এর মধ্যে আমার একটি প্রিয় কবিতা আছে।

প্রথমেই কবি লি পাই'র কবিতা শোনাবো, তবে প্রথমে তা আমি চীনা ভাষায় পড়বো।

月下独酌

花间一壶酒,独酌无相亲。

举杯邀明月,对影成三人。

月既不解饮,影徒随我身。

暂伴月将影,行乐须及春。

我歌月徘徊,我舞影零乱。

醒时同交欢,醉后各分散。

永结无情游,相期邈云汉。

ইউয়েই সিয়া তু চুও

হুয়া চিয়েন ই হু চিউ, তু চুও উ সিয়াং ছিন

চু পেই ইয়াও মিং ইউয়েই, তুই ইং ছেং সান রেন

ইউয়েই জি বু চিয়ে ইন, ইং থু স্যুই উও সেন

চান পান ইউয়েই চিয়াং ইং, সিং লে স্যু জি ছুন

উও কে ইউয়েই ভাই হুয়াই, উও উ ইং লিন লুয়ান

সিং সি থং চিয়াও হুয়ান, চুই তৌ কে ফেন সান

ইং চিয়ে উ ছিং ইয়ও, সিয়াং ইয়াও মিয়াও ইয়ুন হান

আমি মনে করি, সারা চীনারা কবি লি পাই সম্পর্কে জানেন এবং তারা অন্তত তার কয়েকটি কবিতা আবৃত্তি করতে পারেন।

কবি লি পাই হাজার হাজার বিখ্যাত কবিতা লিখেছেন। আমাদের বিভিন্ন পর্যায়ের বইগুলোতে তার কবিতা আছে। প্রতিটি কবিতা আমার ভীষণ পছন্দের। এর মধ্যে রয়েছে 'ইউয়েই সিয়া তু চুও'। তাহলে এখন এ কবিতাটি আপনাদের কাছে ব্যাখ্যা করবো, কেমন?

কবিতাটি এমন:

সুন্দর পানীয় প্রস্তুত করেছি; পানীয় নিয়ে আমি ফুলের সাগরে যাবো। আমার সাথে কোনো বন্ধু বা পরিবারের কেউ নেই, শুধু আমি। একা একা পানীয় পান করবো।

পানীয়'র গ্লাস উপরে তুলে ধরি। আমার সঙ্গে পানীয় উপভোগের জন্য চাঁদকে আমন্ত্রণ জানাবো। চাঁদের আলোয় আমি আমার ছায়া দেখি। হ্যাঁ, এখন চাঁদ, ছায়া আর আমি-তিন জন এক সাথে পানীয় পান করি। এ সুন্দর রাতে আমার উচিত সুন্দর শান্তি উপভোগ করা। চাঁদ আমার গান শোনে। ছায়া আমার সঙ্গে নৃত্য করে। মাতাল হবার আগে আমরা একসাথে আনন্দময় সময় কাঁটাই। চাঁদ, ছায়া, আশা করি তোমাদের সঙ্গে আমার বন্ধুত্ব চিরদিন থাকবে।

水调歌头

明月几时有?把酒问青天。不知天上宫阙,今夕是何年。我欲乘风归去,又恐琼楼玉宇,高处不胜寒。起舞弄清影,何似在人间?

转朱阁,低绮户,照无眠。不应有恨,何事长向别时圆?人有悲欢离合,月有阴晴圆缺,此事古难全。但愿人长久,千里共婵娟。

স্যুই ডিয়াও কে থও

মিং ইউয়েই জি সি ইয়ও? পা চিউ ওয়েন ছিং থিয়েন। বু জি থিয়েন সাং কং ছ্যুয়েই, চিন সি সি হে নিয়েন। উও ইয়ু ছেং ফেং কুই ছু, ইয়ও খং ছং লও ইয়ু ইয়ু, কাও ছু বু সেং হান। ছি উ নং ছিং ইং, হে সি জাই রেন চিয়েন?

চুয়ান চু কে, তি ছি হু, জাও উ মিয়েন। বু ইং ইয়ও হেন, হে সি ছিয়াং সিয়াং বিয়েই সি ইউয়ান? রেন ইয়ও পেই হুয়ান লি হে, ইউয়েই ইও ইং ছিং ইয়ান ছুই, ছি সি কু নান ছুয়ান। তান ইয়ান রেন ছিয়াং চিউ, ছিয়েন লি কং ছান চুয়ান।

সু সি চীনের সুং রাজবংশের বিখ্যাত কবি। আজ তার একটি গীতিকবিতা আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। কবিতাটির নাম 'স্যুই ডিয়াও কে থও'।

কবিতাটি এমন:

চাঁদ কখন হাজির হয়? আমি পানীয়'র গ্লাস নিয়ে আকাশকে প্রশ্ন করি। কিন্তু আকাশ সম্পূর্ণ ভিন্ন একটি জগত। সেখানে এখন কোন সময়, কোন বছর, কোন মাস? আমি বাতাসের সঙ্গে আকাশে উড়ে যেতে চাই, কিন্তু ভয় হয়, সেখানে হাড় কাঁপানো শীত। আমি নিজের ছায়া দেখি, যেনো দু'জন এক সাথে নৃত্য করছি, আমি কোথায়? জানি না। দেরি হলেও আমি কিন্তু ঘুমাইনি। চাঁদ কি মানুষকে পছন্দ করে না? কেনো আমরা একা একা থাকি কিন্তু চাঁদ গোলাকার হয়?

আশা করি সবাই শান্তিতে থাকবেন, থাকবেন সুস্থ। এ সুন্দর চাঁদ উপভোগ করবেন।

প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো? আপনারা যদি 'সাহিত্য ও সংস্কৃতি' বিষয়ক কোনো কিছু জানতে বা আলোচনা করতে চান, তাহলে আমাকে চিঠি লিখবেন বা ই-মেইল করবেন। আপনাদের কাছ থেকে চমৎকার পরামর্শ আশা করছি। আর আপনাদের জানিয়ে রাখি, আমার ইমেইল ঠিকানা হলো, hawaiicoffee@163.com।

চিঠিতে প্রথমে লিখবেন, 'সাহিত্য ও সংস্কৃতি' অনুষ্ঠানের 'প্রস্তাব বা মতামত'। আপনাদের চিঠির অপেক্ষায় রইলাম।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। অনুষ্ঠান শোনার জন্য অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে একই দিন, একই সময় আপনাদের সঙ্গে আবারো কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়ান (জিনিয়া/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040