তাইওয়ানের জন্য নির্দেশনা দিয়েছেন প্রেসিডেন্ট সি: রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ানবিষয়ক মহাপরিচালক
মার্চ ৮: প্রেসিডেন্ট সি গত ৫ মার্চ শাংহাই প্রতিনিধি দলের পর্যালোচনায় যে ভাষণ দিয়েছেন তা নতুন পরিস্থিতিতে তাইওয়ান বিষয়ে কার্যক্রম পরিচালনা এবং দু'তীরের সম্পর্ক উন্নয়নের নির্দেশনা। মঙ্গলবার এ মন্তব্য করেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির তাইওয়ানবিষয়ক কার্যালয় ও রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ানবিষয়ক মহাপরিচালক চাং জি চুন।
এদিন দ্বাদশ জাতীয় গণকংগ্রেসের চতুর্থ অধিবেশনের তাইওয়ান প্রতিনিধি দলের পর্যালোচনায় এসব কথা বলেছেন তিনি।
চাং জি চুন বলেন, চীনের কেন্দ্রীয় সরকার '২ সেপ্টেম্বরের মতৈক্যে' অটল রয়েছে এবং যে কোনো ধরণের 'স্বাধীন তাইওয়ান' কর্মকাণ্ডের বিরোধিতা করে। দু'তীরের লোকজনের প্রতি এ সম্পর্কের সাফল্য ও উন্নয়ন ধারণ করে চীনা জাতির পুনরুদ্ধারে যৌথ প্রচেষ্টা চালানোর আহ্বানও জানিয়েছেন চাং জি চুন।
(ওয়াং তান হোং/তৌহিদ)