চীনের তিব্বতের গারি অঞ্চলের তারকাময় আকাশ
  2016-03-08 15:25:52  cri

চীনা পর্যটকরা সবসময় বলে থাকেন, তিব্বতে গেলে নিজের মনও পরিষ্কার হয়ে যায়। আসলে চীনের সবচেয়ে পরিষ্কার আকাশ দেখা যায় তিব্বতে। এ কারণে তিব্বত হলো চীনা আলোকচিত্রীদের অন্যতম প্রিয় জায়গা।

 

আলোকচিত্রী করনিয়া ছেন শুধুমাত্র ছবি তোলার জন্য তিন বছরে ৪ বার তিব্বতে গিয়েছেন ।

তিনি তিব্বতের গারি অঞ্চলের শীতের মধ্যে এই ভিডিওটি নির্মাণ করেন।

ভিডিওতে চীনের সবচেয়ে পরিষ্কার তারকাময় আকাশ উপভোগ করুন।


(নীলাম্বর/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040