বুধবার চীনের দ্বাদশ এনপিসি'র চতুর্থ সম্মেলনের দ্বিতীয় পুর্ণাঙ্গ অধিবেশন
  2016-03-08 15:12:20  cri
মার্চ ৮: চীনের দ্বাদশ জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-র চতুর্থ সম্মেলনের দ্বিতীয় পূর্ণাঙ্গ অধিবেশন আগামীকাল (বুধবার) বিকেল তিনটায় বেইজিংয়ের মহা গণভবনে শুরু হবে। এসময় এনপিসি'র চেয়ারম্যান চাং দ্য চিয়াং জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির কর্ম-প্রতিবেদন পেশ করবেন।

এদিকে, একই দিন সকালে বাজেট প্রতিবেদন যাচাই-এর জন্য গণ কংগ্রেসে গ্রুপ অধিবেশন আয়োজন করা হবে। এদিন সম্মেলনের অর্থনীতি কমিশন 'ত্রয়োদশ পাঁচসালা পরিকল্পনা'র খসড়া, পরিকল্পনার রিপোর্ট ও বাজেট প্রতিবেদন যাচাই করে তার ফলও প্রকাশ করবে। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040