মার্চ ৮: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, মধ্যপ্রাচ্য সমস্যায় চীন বরাবরই আরব দেশগুলোর স্বাধীনতা ও মুক্তির পক্ষে দাঁড়িয়েছে। চীন মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে ইতিবাচক ভূমিকাও রেখে চলেছে। তিনি আজ (মঙ্গলবার) বেইজিংয়ে দ্বাদশ জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-র চতুর্থ সম্মেলনের এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।
তিনি বলেন, চীন বরাবরই আরব দেশগুলোর সাথে ঘনিষ্ঠ অর্থনৈতিক যোগাযোগ বজায় রেখে চলেছে। চলতি বছর প্রেসিডেন্ট সি সর্বপ্রথম মধ্যপ্রাচ্যই সফর করেছেন এবং সৌদি আরব, মিসর ও ইরানের সাথে তার দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন যুগের সূচনা করেছেন।
ওয়াং ই আরও বলেন, চীন অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না-করার নীতিতে বিশ্বাস করে। এই নীতির আওতার মধ্যে থেকেই বেইজিং বিভিন্ন আঞ্চলিক সমস্যার সমাধান করতে চায়। (শুয়েই/আলিম)